উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃ নবীগঞ্জে পলী বিদ্যুতের ভেলকীবাজী ও অব্যবস্থাপনা ও স্বোচ্ছাচারিতার কারনে সাধারন গ্রাহকদের মাঝে পলীবিদ্যুতের প্রতি তীব্র অসন্তোষ বিরাজ করছে।
যেকোন সময় সাধারন গ্রাহকরা ফুসে উঠে পল্লী বিদ্যুতের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলবেন বলে জানিয়েছেন গ্রাহকরা।
জানাযায়,হবিগঞ্জ পল্লীবিদ্যুত সমিতির নবীগঞ্জ জোনাল অফিসের অধীনে নবীগঞ্জ উপজেলা ৩ শত ৫৫ টি গ্রামে প্রতিদিনই অসংখ্যবার বিদ্যুতের লোডশেডিং করা হয়। এতে করে একদিকে চলতি এইচ এস সি পরীক্ষার্থীদের যেমন পরীক্ষার প্রস্তুতিতে বিরাট ক্ষতি হচ্ছে অন্যদিকে সাধারন ব্যবসায়ীসহ অন্যান্য শ্রেনীপেশার মানুষ পড়েছেন বিপাকে। একদিন দুদিন নয় পলীবিদ্যুতে ভেলকীবাজী,অনিয়ম ও সেচ্ছাচারিতা এখন নবীগঞ্জের মানুষের নিয়মিত সমস্যায় পরিনত হয়েছে। এছাড়া দীর্ঘ প্রায় ৬ মাস যাবত সপ্তাহে শুক্র ও শনিবার লাইনে নতুন কাজ ও পুরাতন কাজ পরিবর্তনের অজুহাতে সকাল থেকে বিকাল পর্যন্ত নবীগঞ্জবাসীকে বিদ্যুত বিচ্ছিন্ন করে রাখা হচ্ছে। সুস্পষ্ট কোন কারন ছাড়াই প্রতিদিন বিদ্যুতে এমন ভেলকীবাজী লুকোচুরি খেলায় জনমনে বাড়ছে মারাত্মক ক্ষোভ। এ জন্য কর্তৃপক্ষে উদাসীনতা, দায়িত্বহীনতা ও মান্দাতা আমলের বিদ্যুত বিতরন ব্যবস্থাকেই দায়ী করেছেন ভুক্তভোগীরা।
খোজ নিয়ে জানাযায় এটা লোডশেডিং নয় বিদ্যুত বিভ্রাট। সাধারনত বৃষ্টি বাদল বা ঝড় তুফানের দিনে এমন বিভ্রাট দেখা দেয়। কিন্তু চৈত্র ও বৈশাখ মাসের তীব্র তাপদাহের এমন পরিবেশে বিদ্যুত বিভ্রাটের বিষয়টি একবারেই নতুন। আর নবীগঞ্জে বিদ্যুত বিভ্রাটের ঘটনা এখন নবীগঞ্জের নিত্য দিনে ঘটনা। কোন কোন সময় এক মিনিটের ব্যবধানে দুইবার ঘটে এমন ভেলকীবাজীর ঘটনা। অনেক ব্যবসায়ীদের বিদ্যুত দ্বারা চালিত মেশিন বন্ধ থাকে এবং লোডশেডিংয়ের কারনে নষ্ট হওয়ার আশংকা দেখা দিয়েছে।
এছাড়া হার্টেও সমস্যার রোগী ও অন্যান্য রোগীরা বিদ্যুত না থাকায় মরনাপন্ন অবস্থায় জর্জরিত হয়ে পড়েছেন । যেকান সময় কোন দূর্ঘটনা ও ঘটার আশংকা করেছেন ভূক্তভোগীরা। সাধারন গ্রাহকদের অভিযোগ অদক্ষ ডিজিএম এর কারনেই ঘটছে এমন ঘটনা ঘটছে ।
এ ব্যাপারে ডিজিএম ভজন কুমার বর্মনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, নবীগঞ্জের বিদ্যুত ব্যবস্থা স্বাভাবিক রাখার চেষ্টা করছ্।কিন্তু বর্ষার সিজনে ঝড় বৃষ্টির কারনে সমস্যা হচ্ছে। অচিরেই এর সমাধান করব।
ভুক্তভোগী এবং ব্যসায়ীদেরও অভিযোগ লোডশেডিং না থাকার পরও এমন বিদ্যুত বিভ্রাটের ঘটনা কর্তৃপক্ষের চরম দায়িত্বহীনতার বহিঃপ্রকাশ। তাই যে কোন সময় আবারও বিদ্যুত আন্দোলনের নেতৃবৃন্দ সংগঠিতভাবে কঠোর আন্দোলনের ডাক দিবেন বলে জানিয়েছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj