চুনারুঘাট প্রতিনিধি ঃ চুনারুঘাট উপজেলার সহকারী সেটেলমেন অফিসার ও ভারপ্রাপ্ত পেশকারকে শারীরিকভাবে লাঞ্ছিত করা ও কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জীবনের নিরাপত্তা ও রেকর্ড পত্রের নিরাপত্তার স্বার্থে সেটেলমেন্টের সকল কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৫টায় সিলেট জোনাল সেটেলমেন্টে অফিসে বাংলাদেশ সহকারী সেটেলমেন্ট অফিসার কল্যাণ সমিতি সিলেট ইউনিটের জররী সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। সহকারী সেটেলমেন্ট অফিসার কল্যাণ সমিতির সভাপতি সহিতোষ চন্দ্র দাসের সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ আলী আক্কাসের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন রফিক উদ্দিন আহমেদ, মোঃ সোলেমান খান, আব্দুল হাই আজাদসহ সিলেট কল্যাণ সমিতি নেতৃবৃন্দ। সভায় বক্তরা চুনারুঘাটের সহকারী সেটেলমেন্ট অফিসার মোয়াল্লে হোসেন ও ভারপ্রাপ্ত পেশকার অজিদ বড়ুয়াকে শারীরিক লাঞ্চিতের ঘটনায় সুষ্ঠ বিচার না হওয়া পর্যন্ত সেটেলমেন্ট সকল কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত ঘোষণা করেন।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল বিকাল ২টায় সময় ৪৮৫/১৫ নং আপীলের মামলা সংশ্লিষ্ট আপীলকারী পক্ষ কর্তৃক এ,এস.ও মোঃ মোয়াল্লেম হোসেন ও ভারপ্রাপ্ত পেশকার অজিদ বড়ুয়াকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এ ব্যাপারে ওই দিন চুনারুঘাট থানায় অভিযোগের ভিত্তিতে সভায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সংশ্লিষ্ট আপীলকারীপক্ষ এবং সন্ত্রীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটির জররী ভিত্তিতে গুরুত্বে সাথে দেখা এবং আসামীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির আওয়তায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করেন।
চুনারুঘাটের কর্মরত সহকারী সেটেলমেন্ট অফিসার জাহেদ আলী বলেন, সন্ত্রাসীদের দাপটে কার্যক্রম অব্যাহত রাখা আদ্যে সুযোগ নেই বললেই চলে। সন্ত্রাসীরা বলে সবে মাত্র একজনকে সাইজ করেছি পর্যায়ক্রমে সবাইকে অন্যগুলোকে সাইজ করা হবে।
আহত দায়িত্বপ্রাপ্ত সহকারী সেটেলমেন্ট অফিসার মোয়াল্লেম হোসেন বলেন, উপজেলা চেয়ারম্যান এর সাথে দেখা করতে রওনা হলে পথিমথ্যে একদল সন্ত্রাসীরা আমাকে বলে উপজেলা চেয়ারম্যান যাইতে বলার পর এখনও গেলে না বলেই কিলঘুষি মারতে থাকে। এক পর্যায়ে আমাকে কয়েকজন উপজেলা চেয়ারম্যানের কাছে ধরে নিয়ে যায়। তিনি আরও বলেন পরিস্থিতিতে যেহেতু মামলা হয়েছে এবং থমথমে অবস্থা বিরাজ করছে সেহেতু সেটেলমেন্টের সকল প্রকার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj