নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি ॥ নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামে নিম্নমানের ড্রেন কালভার্ট নির্মানের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে হবিগঞ্জ স্থানীয় সরকারের উপসচিব বরাবরে অভিযোগ দায়ের করেছেন ওই গ্রামের মোঃ কামাল মিয়া।
অভিযোগের বিবরণে জানা যায়, পশ্চিম তিমিরপুর গ্রামের আব্দুল হান্নান এর বাড়ী হতে হীরন খাঁর বাড়ীর নিকট পর্যন্ত যে ড্রেন কালভার্টটি নির্মাণ করা হয়েছে তা সম্পূর্ন নিম্নমানের। উক্ত ড্রেন কালভার্ট নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। উক্ত ড্রেন কালভার্ট নির্মান কাজের রাজমিস্ত্রী নানু মিয়া জানায়, এই ড্রেন কালভার্ট নির্মানে ৫০ হাজার টাকা খরচ করা হয়েছে। এ টাকা দিয়ে ভালো মানের কাজ করা সম্ভব নয় বলে তিনি জানান। অথচ উক্ত ড্রেন কালভার্ট নির্মানে ইউনিয়ন পরিষদ কর্তৃক ১ লক্ষ টাকা বরাদ্ধ দেয়া হয়। উক্ত নির্মাণ কাজের দায়িত্ব দেয়া হয় ৪ ,৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা মেম্বার সাহেলা বেগমকে। এ বিয়য়ে স্থানীয়রা মহিলা মেম্বারকে জিজ্ঞাসাবাদ করলে তিনি এব্যাপারে গ্রামবাসীকে নাক না গলানোর জন্য বলেন এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন।
উক্ত কলাভার্টটি নির্মান কাজে দুর্নতির বিষয়ে তদন্তক্রমে সংরক্ষিত মহিলা মেম্বারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয় সরকারের উপসচিব বরাবরে অভিযোগ দায়ের করেছেন ওই গ্রামের মোঃ কামাল মিয়া।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj