চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন চেয়েছেন ৩৭ নেতা। নৌকার মাঝি কে হচ্ছেন তা সোমবার নির্ধারিত হওয়ার কথা থাকলেও নির্ধারিত হয়নি।
সোমবার জেলা আওয়ামীলীগের কর্যালয়ে প্রার্থীদের সাক্ষাত দলীয় মনোনয়ন বোর্ডে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার নেয়া হয়।তবে আগামী দু এক দিনের মধ্যে প্রার্থী তালিকা চূড়ান্ত হবে। এর পূর্বে গত ১৩ এপ্রিল পর্যন্ত নির্ধারিত সময়ে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে ৩৭ জন চেয়ারম্যান প্রার্থী দলীয় মনোনয়ন ক্রয় করেন। যারা দলীয় মনোনয়ন চেয়েছেন তারা হলেন ১নং গাজীপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হুমায়ূন কবির খান, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ মাসুক মিয়া ও উসমান গণি কাজল। ২নং আহম্মদাবাদ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আঃ লতিফ ও উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক কে এম আনোয়ার হোসেন। ৩নং দেওরগাছ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শামছুন্নাহার, সাবেক ছাত্রলীগ নেতা রুমন ফরাজি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আনোয়ার আলী, সাবেক মেম্বার হাজী আঃ জাহির, চা শ্রমিক নেতা স্বপন সাওতাল ও কাঞ্চন পাত্র। ৪নং পাইকপাড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ওয়াহেদ আলী মাস্টার ও সাবেক চেয়ারম্যান শামসুজ্জামান শামীম। ৫নং শানখলা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগ সভাপতি খালেদ তরফদার, এডভোকেট সাদেকুর রহমান, সবুজ তরফদার ও ইউনিয়ন আওয়ামীলীগ সেক্রেটারী আবুল কালাম চৌধুরী এখলাছ। ৬নং সদর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগ সেক্রেটারী রইছ উল্লাহ, নোমান চৌধুরী ও আঃ মান্নান।
৭নং উবাহাটা ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব রজব আলী। ৮নং সাটিয়াজুরী ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আঃ রশিদ মাস্টার, আওয়ামীলীগ নেতা মোঃ আবদাল মিয়া ও ইউনিয়ন যুবলীগের সেক্রেটারী মশরুফ আহমেদ। ৯নং রাণীগাও ইউনিয়নে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, সাবেক চেয়ারম্যান নুরুল মুনিম চৌধুরী ফারুক, আনিছুর রহমান, মুশফিক চৌধুরী, উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক ফারুক মাহমুদ। ১০নং মিরাশী ইউনিয়নে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মানিক সরকার, বর্তমান চেয়ারম্যান আইয়ূব আলী তালুকদার, আওয়ামীলীগ নেতা শফিউল আলম তালুকদার মানিক ও ইউনিয়ন আওয়ামীলীগ সেক্রেটারী আঃ সামাদ আজাদ মাস্টার।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj