মোঃ রহমত আলী ॥ সোনালী আঁশ খ্যাত পাট উৎপাদনে হবিগঞ্জে কৃষকদের মাঝে তেমন আগ্রহ নেই । তবে অধিক পুষ্টিকর খাবার হিসেবে বাজার এর চাহিদা বেড়ে যাওয়ায় পাটের শাক হিসেবে ব্যাপক হারে আবাদ করছেন কৃষক । ফলে বাজারে বিক্রি করে অধিক মুনাফা অর্জন করছে তারা। হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব ভাদৈ গ্রামের কৃষক মোঃ সুরত আলী জানান, পাট উৎপাদন করলে বিক্রি করতে পারি না। বাজারে পাটের চাহিদা নাই ফলে আমাদের পাট চাষে আগ্রহ নেই। তবে পাটের শাক হিসেবে বাজারে চাহিদা অনেক বেশি। ৪০ দিনের মধ্যে ফসল উৎপাদন করে তা বিক্রি করা সম্ভব।
এক বিঘা জমি থেকে পাট শাক চাষ করে ৪০ দিনে ১৫ থেকে ২০ হাজার টাক আয় হয়।
বছরে অন্তত ৫বার পাট শাক চাষ করা যায়।তিনি এবার ১বিঘা জমিতে পাটশাক উৎপাদন করে ২০হাজার টাকা বিক্রি করেছেন।
তথ্য প্রযুক্তির আদলে পাটজাত সামগ্রীক পণ্য ক্রয়-বিক্রয়ে জঠিলতা থাকায় পাট উৎপাদনে কৃষকের মাঝে তেমন আগ্রহ নাই। ফলে হবিগঞ্জ থেকে পাট জাত ফসল বিলুপ্তি হচ্ছে। কৃষি বিভাগ সূত্র জানা, পাট চাষের উপযোগী হিসেবে উর্বরশীল মাটি হবিগঞ্জ। কিন্তু আধুনিক সময়ে উন্নত প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন প্লাষ্টিক সামগ্রীক উৎকর্ষণ হয়েছে ফলে প্রাচীন পদ্ধতি ব্যবহারে কেউ ইচ্ছুক না, ফলে দিন দিন পাট অজনপ্রিয় হয়ে উঠেছে। সূত্র জানায়, হবিগঞ্জ জেলার মাধবপুর, লাখাই ও বানিয়াচং উপজেলায় ৪শ ২১ হেক্টর জমিতে চলতি বছরে পাট জাত ফসলের চাষ করেছে কৃষক তবে এগুলো পাট উৎপাদনের জন্য না, সবজি হিসেবে বিক্রি করতে। সূত্র জানায়, পাট চষে মাটি উর্বরতা অতি মাত্রয় বৃদ্ধি পায় তাই পাট চাষে কৃষকদেরকে উদ্ভোদ্ধ করা হচ্ছে। তাছাড়া দেশের খ্যাতিমান ফসল পাটের ব্যবহার বাড়ানোর জন্য প্রক্রিয়াও চলছে। পাটের সোনালী দিন আবারও ফিরে আসবে এমন সম্ভাবনার কথা ব্যক্ত করেণ কৃষি বিভাগের কমকর্তগণ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj