আবু হেনা আজমিরীগঞ্জ (হবিগঞ্জ): হবিগঞ্জসহ সারাদেশের ৫ জেলায় ২০ এপ্রিলের মধ্যে জলোচ্ছাসের আশংকা করা হচ্ছে। এ আশংকার কথা জানিয়ে ওই ৫ জেলায় সতর্কবার্তা পাঠানো হয়েছে। এজন্য, জমির পাকা ধান দ্রুত কেটে ফেলার জন্য ওইসব এলাকায় মাইকিংসহ বিভিন্ন প্রচারণা চালানো হচ্ছে।
রবিবার (১৭ এপ্রিল) দুপুর পৌনে ১২টায় হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. এহতেশাম রাসুলে হায়দার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান- ১৫ এপ্রিল পানি উন্নয়ন বোর্ড থেকে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভারী বৃষ্টিপাত ও জলোচ্ছাসের আশংকার কথা জানিয়ে একটি বার্তা পাঠানো হয়।
ওই বার্তায় বলা হয়, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোণা ও কিশোরগঞ্জ -এই ৫ জেলায় ১৬ থেকে ২০ এপ্রিল পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ওই সময়ে জলোচ্ছাসেরও আশংকা করা হচ্ছে।
তিনি জানান- ইতোমধ্যে রবিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে।
মো. এহতেশাম রাসুলে হায়দার আরও জানান- এলাকার মসজিদ, মন্দিরসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং মাইকিং করে সতর্কতামূলক প্রচারণা চালানো হচ্ছে। প্রচারণায় বলা হচ্ছে, কৃষকরা যাতে তাদের জমির পাকা ধান দ্রুত কেটে ফেলেন।
তিনি আরও জানান- ইতোপূর্বে ২২ ও ২৩ এপ্রিল ভারী বৃষ্টিপাত ও জলোচ্ছাসের আশংকার কথা জানিয়ে ১২ এপ্রিল পানি উন্নয়ন বোর্ড আরেকটি সতর্কতামূলক বার্তা পাঠায়।
তিনি জানান- আজমিরীগঞ্জ উপজেলায় ১৪ হাজার হেক্টর বোরো জমির মধ্যে শতকরা ২৫ ভাগ জমির পাকা ধান কাটা হয়েছে। শতকরা আরও ৪৪ ভাগ পাকা ধান জমিতে রয়ে গেছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj