মোযযাম্মিল হক, বিশেষ প্রতিনিধি।। নাসিরনগর উপজেলায় ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য নির্বাচনে উপজেলার ১৩টি ইউনিয়নে আওয়ামী লীগ,বিএনপি,জাতীয় পার্টি (এরশাদ)ও স্বতন্ত্রসহ ৫৯ চেয়ারম্যান প্রার্থী,সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা পদে ৭৪১ প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়ে মাঠে ভোটযুদ্ধে নেমে পড়েছেন। প্রার্থীরা উঠান বৈঠক, গণসংযোগ,সভা-সমাবেশে গিয়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতীক বরাদ্দ পেয়েই ইউনিয়ন পরিষদগুলোতে প্রচার-প্রচারণার মাত্রা এত বেড়ে গেছে,যে মনে হচ্ছে কোন উৎসব মূখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থী ও তার লোকজন ভোটারদের মনোরঞ্জনের চেষ্টা করছেন।বুকে বুক লাগিয়ে, হাতে হাত দিয়ে তারা ভোট দেয়ার অনুরোধ জানাচ্ছেন।
প্রতিটি ইউনিয়নের পাড়া-মহল্লা-অলি-গলি, হাটে-বাজারে পোস্টার লাগানোর হিড়িক পড়ে গেছে।সুতো টাঙিয়ে ঝুলিয়ে দেয়া হয়েছে হাজারো পোস্টার।দলীয় প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়েই দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলাপ-আলোচনা করে ঠিক করেছেন প্রচারণার কৌশল।নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৯ জন, সাধারণ সদস্য পদে ৫৩৭ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৪৫ জন প্রার্থী ২৩ এপ্রিল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপি এবং জাপার মনোনিত প্রার্থী ছাড়াও আওয়ামীলীগের একাধিক ও বিএনপির একটিতে বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়,চাতলপাড় ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান শেখ আবদুল আহাদ(আওয়ামীলীগ),মীর হোসেন(বিদ্রোহী),এমরানুল ইসলাম(বিদ্রোহী),সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী(বিএনপি),শোয়াইব মিয়া(জাপা),রফিকুল ইসলাম(স্বতন্ত্র),তোফায়েল আহমেদ(স্বতন্ত্র),হাবিবুর রহমান(স্বতন্ত্র)।ভলাকুট ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বাকি বিল্লাহ জুয়েল(আওয়ামীলীগ),মোঃ সিরাজুল ইসলাম(বিদ্রোহী),সাবেক চেয়ারম্যান হাজ্বী বরকত উল্লাহ (বিএনপি),ছোয়াব খান(বিদ্রোহী),মোঃ আরাফাতআলী(স্বতন্ত্র)।
গোয়ালনগর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ডাঃ কিরণ মিয়া(আওয়ামীলীগ),সাবেক চেয়ারম্যান হাজ্বী মোঃ তারিক মিয়া(বিএনপি),এডভোকেট জাহাঙ্গীর আলম(স্বতন্ত্র),আহাজারুল হক চৌধুরী(স্বতন্ত্র),মোঃ সামসু মিয়া (জাপা)।নাসিরনগর সদর ইউনিয়নে মোঃ আবুল হাসেম(আওয়ামীলীগ),শেখ মোঃ আবদুল আহাদ(বিদ্রোহী),কামরুল আলম ভুইয়া (বিএনপি),মোজাম্মেল হক চৌধুরী(স্বতন্ত্র),মোঃ নজরুল ইসলাম(স্বতন্ত্র)।কুন্ডা ইউনিয়নে মোঃ ওয়াছ আলী(আওয়ামীলীগ),এডভোকেট মোঃ মজিবুর রহমান(বিদ্রোহী),বর্তমান ইউপি চেয়ারম্যান ওমরাও খান(বিএনপি),মোঃ আবু জাহের(স্বতন্ত্র),নোমান আহমেদ(বাংলাদেশ ইসলামী ফ্রন্ট)। বুড়িশ্বর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এটিএম মোজাম্মেল হক সরকার(আওয়ামীলীগ),মোজাম্মেল হক (বিদ্রোহী),মোঃ বিল্লাল চৌধুরী(বিএনপি),রফিকুল ইসলাম(জাপা)।ফান্দাউকইউনিয়নে বর্তমান চেয়ারম্যান হাজ্বী ফারুকুজ্জামান ফারুক(আওয়ামীলীগ),জানে আলম(বিদ্রোহী),সাবেক চেয়ারম্যান এডভোকেট একেএম কামরুজ্জামান মামুন(বিএনপি)।গুনিয়াউক ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান গোলাম সামদানী পিয়ারু(আওয়ামীলীগ),সাবেক চেয়ারম্যান আবুল হোসেন(বিএনপি),একেএম আল-কামাল আলী(স্বতন্ত্র)।চাপরতলা ইউনিয়নে মোঃ আবদুল হামিদ(আওয়ামীলীগ),বর্তমান চেয়ারম্যান ফয়েজ উদ্দিন ভুইয়া(বিএনপি),জমির আলী(জাপা),এবিএম মাহমুদুর হাসান ভুইয়া(স্বতন্ত্র)।
গোর্কণ ইউনিয়নে মোঃ হাছান খাঁ(আওয়ামীলীগ),বর্তমান চেয়ারম্যান এম এ হান্নান(বিএনপি),সৈয়দ মিজানুর রহমান(জাপা),আলহাজ্ব মোঃ রহমত আলী(স্বতন্ত্র),মহিদুজ্জামান টিটু(স্বতন্ত্র),আক্তার হোসেন(স্বতন্ত্র)।হরিপুর ইউনিয়নে দেওয়ান আতিকুর রহমান আখিঁ(আওয়ামীলীগ),মোঃ রাশেদ চৌধুরী(বিদ্রোহী),বর্তমান চেয়ারম্যান হাজ্বী মোঃ জামাল মিয়া(বিএনপি) ।ধরমন্ডল ইউনিয়নে সাবেক চেয়ারম্যান বাহার উদ্দিন চৌধুরী(আওয়ামীলীগ),বর্তমান চেয়ারম্যান মোঃ আবদুল হাই(বিএনপি),মোহাম্মদ আলী(স্বতন্ত্র)ওপূর্বভাগ ইউনিয়নে মোঃ জানু মিয়া(আওয়ামীলীগ),রেজাউল হক আমজাদ(বিদ্রোহী),ফুল মিয়া(বিদ্রোহী),বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ হোসেন হাজারী(বিএনপি),হাবিবুর রহমান(জাপা) প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নাসিরনগর উপজেলায় ১২৪টি কেন্দ্রে ও ৬শ’ ৩০টি বুথে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নতুন ভোটার তালিকা অনুযায়ী ১৩টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫ হাজার ৭৭৭ জন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিবার্চন সমন্বয়কারী চৌধুরী মোয়াজ্জম আহমদ জানান,অবাধ, সুষ্ঠু,শান্তিপূর্ণ পরিবেশে নিবার্চন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া প্রতিটি ইউনিয়নে ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে সেখানে নেয়া হচ্ছে বাড়তি নিরাপত্তা ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj