এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর থানার পুলিশ আন্তঃজেলার ডাকাতদলের গডফাদার ও হত্যা মামলার আসামিসহ দুই মারামারি মামলার পলাতক আসামীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার ভোরে সদর থানার ওসি নাজিম উদ্দিনের নেতৃত্বে এস আই সানা উলাহ, এস আই পার্থ রজ্ঞণ চক্রবর্তী এ এস আই আক্তার, এ এস আই নুরে আলমসহ একদল পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে উচাইল চারিনা গ্রামের নিলু মিয়ার পুত্র খুন ও ডাকাতির একাধিক মামলার পরোয়ানা ভুক্ত আসামী ডাকাতা সর্দার বাহার মিয়া (৩০) ও মারামারি মামলার আসামী মৃত ফুল মিয়ার পুত্র কাউছার মিয়া (৩০), মাজল মিয়ার পুত্র মনির মিয়া (৫৫) কে আটক করে। পুলিশ জানায়, এতদিন তার আত্মগোপনে ছিল। এছাড়া ডাকাত বাহারের বিরুদ্ধে বিভিন্ন জেলা থেকে ডাকাতি ও খুনের একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজিম উদ্দিন জানান, উচাইল চারিনা গ্রামের নিলু মিয়ার পুত্র ডাকাতা সর্দার বাহার মিয়া একাধিক খুন ও ডাকাতির পলাতক আসামী।ডাকাত সর্দার বাহার মিয়ার নামে সিলেট বিভাগের বিভিন্ন থানায় ডাকাতি মামলা রয়েছে এবং বিশ্বনাথ থানায় ডাকাতি করার সময় খূনের মামলাও রয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj