দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক : পুলিশ এসল্ট মামলায় জামিন পেয়েছেন করাঙ্গী নিউজ টোয়েন্টিফোর ডটকম’র সম্পাদক ও বাহুবল মডেল প্রেসক্লাবের নিবার্হী সদস্য সিদ্দিকুর রহমান মাসুম।
বুধবার দুপুরে হবিগঞ্জের জুডিশিয়াল আদালত এ জামিন মঞ্জুর করেন।
এর আগে সকালে আদালতে আসামির পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবি রমিজ আলী।
আদালতের বিচারক কামাল হোসেন সাংবাদিক মাসুমের বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলার জামিন আবেদন মঞ্জুর করেন। এরআগে গত বুধবার দূত বিচার আইনের মামলায় হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া আক্তার জামিন মঞ্জুর করেন।
আসামীর পক্ষে আইনজীবি ছিলেন-এডভোকেট রমিজ আলী, হাবিবুর রহমান চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী, হাফিজুর রহমানসহ অনেকেই।
আইনজীবি রমিজ আলী এসময় সাংবাদিকদের বলেন, সাংবাদিক মাসুমকে হয়রানীমুলক ভাবে মিথ্যা মামলায় জড়ানো হয়েছিলো। বিজ্ঞবিচারক সাংবাদিক মাসুমের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলা থেকে জামিন দিয়েছেন।
উল্লেখ্য, ৫ জানুয়ারী বাহুবল উপজেলার মিরপুর বাজারে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সাথে পুলিশি সংঘর্ষের ঘটনায় পুলিশ তিনশ জনকে আসামী করে মামলা দায়ের করে। এতে সাংবাদিক মাসুমের বিরুদ্ধে দূত বিচার ও পুলিশ এসল্ট আইনে আসামী করে দুইটি মামলা দায়ের করেন বাহুবল থানার এসআই গৌরাঙ্গ কুমার বসু। ঘটনার পর দিন ভোরে সাংবাদিক মাসুমকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।
সাংবাদিক মাসুম দৈনিক যুগান্তর পত্রিকার বাহুবল উপজেলা প্রতিনিধি ও বাহুবল মডেল প্রেসক্লাবের কার্য নিবার্হী কমিটির সদস্য এবং বাহুবলের মিরপুর উন্নয়ন ফোরামের সহসভাপতি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj