বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি : পান্থা ভাত আর ইলিস মাছ’ খাওয়ার মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথে শুরু হয় পহেলা বৈশাখ পালনের উৎসব। নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে ও বিশ্বনাথ থিয়েটারের পরিচালনায় নানান আয়োজনে বরণ করা হয় বাংলা ১৪২৩ সালকে।
উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলা প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘পহেলা বৈশাখ’বাঙালীদের প্রানের উৎসব। প্রতি বছরের এই দিনে বাঙালীরা জাতি-ধর্ম-বর্নের ভেদাভেদ ভুলে উৎসাহ-উদ্দিপনার সাথে বৈশাখী উৎসব পালন করেন। নতুন বছর সবার জীবনে অনাবিল আনন্দ ও সুখ বয়ে আনুক, এই প্রত্যাশা থাকে সবার মনে। তিনি আরও বলেন, নতুন বছরে বাংলার সফল প্রধানমন্ত্রী-জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমভাবে দেশের সকল ক্ষেত্রে আরও ব্যাপকভাবে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশহুদুল কবীর’র সভাপতিত্বে ও নববর্ষ উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় বিশেষ অতিথির জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, দৌলতপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও নববর্ষ উদযাপন পরিষদের আহবায়ক আমির আলী, কবি আব্দুল হান্নান ইউজেটিক্স। বক্তব্য রাখেন নববর্ষ উদযাপন পরিষদের সদস্য সচিব আনহার আলী, সদস্য নবীন আলোচনা সভা শেষে পহেলা বৈশাখ উপলক্ষে প্রকাশিত বিশেষ ক্রোড়পত্র ‘বৈশাখ’র মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। এর পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে গান পরিবেশন করেন পলি রাণী দে, আবদুল আজিজ, মুন্না হোসাইন, চ্যানেল আই সেরাকন্ঠ জেনি বেগম, বিশ্বনাথ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি কামাল মুন্না, বর্তমান সহ সভাপতি সোহেল বাদশা, মারিয়া প্রমুখ। সর্বশেষে অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন নববর্ষ উদযাপন পরিষদের যুগ্ম-আহবায়ক প্রবাসী নুরুল ইসলাম।
অনুষ্ঠানগুলোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবদুল হক, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) আবদুল হাই, ওসি (তদন্ত) মাসুদুর রহমান, ভারপ্রাপ্ত উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলেমান হোসাইন, উপজেলা বিআরডি চেয়ারম্যান মহব্বত আলী জাহান, বিশ্বনাথ সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবদুল জলিল জালাল, নতুন বাজার বণিক সমিতির সভাপতি শামীম আহমদ। এসময় উপস্থিত ছিলেন নববর্ষ উদযাপন পরিষদের সদস্য ডাক্তার বিভাংশু গুণ বিভু, প্রনঞ্জয় বৈদ্য অপু, মামুনুর রশীদ মামুন, রাসেল আহমদ, এমদাদ হোসেন নাইম, মিয়াদ আহমদ, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য নূর উদ্দিন, অসিত রঞ্জন দেব, আবুল কাশেম, সাংবাদিক আবদুল আহমদ, আশিক আলী, উপজেলা যুবলীগ নেতা ইকবাল হোসেন শাহীন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়জুল ইসলাম জয়, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ প্রমুখসহ উপজেলার বিভিন্ন শ্রেনী ও পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj