মোঃ আবুল কাশেম,বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি : আসন্ন চতুর্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচন সিলেটের বিশ্বনাথে ৭টি ইউনিয়নে আগামী ৭ মে অনুষ্ঠিত হবে। এই প্রথম প্রথম বারের মতো দলীয় প্রতিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের বিশ্বনাথে চায়ের টেবিল এখন নির্বাচনী আলোচনায় ঝড় বইছে। গত বৃহস্পতিবার উপজেলার নির্বাচন অফিসে ৭ মে ৪র্থ দফায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার জন্য ৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪১ জন, ৬৩টি ওয়ার্ডে সদস্য (মেম্বার) পদে ২৯৬ জন ও ২১টি ওয়ার্ডে সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ৬৫ জন প্রার্থী নিজেদের মনোনয়নপত্র দাখিল করেন। প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার পরপরই উপজেলায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করে।
গত সোমবার প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শেষ হয়েছে। এতে দুই সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাকি সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করে নির্বাচন অফিস। আগামী ১৮ এপ্রিল মনোনয়ন প্রত্যাহার ও ১৯ এপ্রিল প্রতিক বরাদ্দ শেষ দিন। ফলে কারা এ নির্বাচনে অংশগ্রহন করছেন কেবল এখন দেখার বিষয়। তারপরও ঘরে বসে নেই নির্বাচনের প্রার্থীরা। উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন পুরো দমনে জমে উঠতে চেয়ারম্যান পদে উপজেলার ৭টি ইউনিয়নে মনোনয়পত্র দাখিলকারীদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত ৭জন, আওয়ামী লীগের বিদ্রোহী ৬ জন, বিএনপি মনোনীত ৭জন, বিএনপির বিদ্রোহী ৩ জন, জাতীয় পার্টি মনোনীত ৫ জন, জামায়াত সমর্থিত ৩ জন, খেলাফত মজলিস সমর্থিত ১ জন ও স্বতন্ত্র ৯ জন প্রার্থী রয়েছেন।
ভোর বেলা থেকে প্রচন্ড গরম কে উপক্ষো করে প্রার্থীরা নির্বাচনী প্রচার-প্রচারনা চালিয়ে যেতে দেখা যায়। উপজেলার বিভিন্ন জায়গায় চায়ের টেবিলে চলছে এখন নির্বাচনী আলাপ-আলোচনা। ভোটারা প্রার্থীদের নিয়ে হিসাব-নিকাশ করছেন। তবে এখানে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে মূল লড়াই হবে বলে ভোটারা মনে করছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলা সদরের পুরান বাজার ও নতুন বাজারে অবস্থিত প্রায় প্রতিটি চায়ের দোকানে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা করতে দেখা যায়। নির্বাচনের প্রার্থীদের নিয়ে চলছে বিভিন্ন মন্তব্য। চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী সব চেয়ে বেশি আলোচনায় স্থান পাচ্ছে চায়ের টেবিলে। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিশ্বনাথে আওয়ামী লীগের প্রার্থী ভরাডুবি হয়। তবে এবারের নির্বাচনে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে হাড্ডা-হাড্ডি লড়াই হবে বলে ভোটাদের সঙ্গে কথা বলে জানাযায়। তবে কারা হবে ইউনিয়নআনীর অভিভাবক তার জন্য আগামী ৭মে পর্যন্ত অপেক্ষা উপজেলা সদরের পুরান বাজার ভাসমান চায়ের দোকান মালিক ইদ্রিছ মিয়া বলেন, গত দুইদিন ধরে চা বিক্রি বেড়ে গেছে। অনেকেই চা খাওয়ার সময় ইউপি নির্বাচন নিয়ে আলোচনায় ব্যস্ত থাকেন। প্রার্থী নিয়ে তাদের মধ্যে তর্ক-বির্তক হতে দেখা যায়।
উপজেলার কারিকোনা গ্রামের ভোটার সুমন মিয়া বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন জমে উঠেছে। প্রার্থীদের নিয়ে এলাকাবাসি এখন থেকে হিসাব-নিকাশ শুরু করছেন।
রামপাশা গ্রামের স্বপন রাজ বলেন, আমাদের এলাকার প্রতিটি চায়ের দোকানে ভোটের ঝড় উঠছে। গত দুইদিন ধরে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে নির্বাচন নিয়ে আলোচনা।
পশ্চিম শ্বাসরাম গ্রামের নূর ইসলাস বলেন, এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে লড়াই হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj