এস এইচ টিটু : ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গত রবিবার ও সোমবার হবিগঞ্জ সদর উপজেলার আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশে মনোয়ন পত্র বিতরণ করা হয়। প্রত্যেকটি চায়ের দোকানে শুধু একটিই আলাপ এবার প্রথম হচ্ছে দলীয়ভাবে নির্বাচন। এখন শান্তিমত ভোট দিতে পারলেই হয়।
বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনায় দলীয় মনোয়নপত্র সংগ্রহ করেন।
মনোয়নপত্র সংগ্রহ উপলক্ষে এদিন শায়েস্তাগঞ্জ শহর জুড়ে ছিল উৎসবের আমেজ। সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে নিজি নিজ প্রার্থীর পক্ষে সমর্থকরা খন্ড খন্ড মিছিল নিয়ে শায়েস্তাগঞ্জ আওয়ামিলীগের অস্থায়ী কার্যালয় থেকে মনোয়ন পত্র সংগ্রহ করেন।
মনোনয়ন নিতে আসা হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামিলীগের সহ সভাপতি আলহাজ্ব মুক্তার হোসেন এ প্রতিনিধি কে বলেন,মনোনয়ন ফরম হাতে পেয়ে অনেকটা আনন্দ অনুভব করতেছি। এখন দলীয় মনোনয়ন পাবার ব্যপারে আমি আশাবাদি কারণ জেলা উপজেলা ও ইউনিয়নে আমি দলের সাথে সবসময় জড়িত রয়েছি। সমাজের উন্নয়নের সার্থে ও শিক্ষাখাতকে উন্নত করার জন্য আমার চেষ্টা অব্যহতি থাকবে। আমার দীর্ঘ দিনের আশা নূরপুর ইউনিয়নকে একটি আধুনিক মডেল হিসেবে গড়ে তুলা।
উল্লেখ্য, হবিগঞ্জ সদরের মোট ১১টি ইউনিয়নের আওয়ামিলীগের আগ্রহী চেয়াম্যান প্রার্থীদের মাঝে দুদিনে এ পর্যন্ত ৪৭টা মনোয়ন ফরম বিতরণ করা হয়।
মনোনয়ন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ,শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মো : ছালেক মিয়া, সদর উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল,সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত,আবদুল্লাহ সর্দার,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদ,জাকির হোসেন প্রমুখ।
এদিকে, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত জানান, মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পযর্ন্ত দলীয় ফরম সংগ্রহ করা যাবে এবং একই দিন জমা দেয়ার শেষ সময়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj