স্টাফ রিপোর্টার ॥ প্রায় ২০ ঘন্টা পর সদর হাসপাতাল থেকে স্টার কোম্পানীর শ্রমিক রতন মিয়ার মৃতদেহ নিয়ে গেছেন তার আত্মীয় স্বজনরা। এর আগে গত মঙ্গলবার বিকাল থেকে বুধবার রাত সাড়ে ৯টা পর্যন্ত তার মৃতদেহ হবিগঞ্জ সদর হাসপাতালে পড়েছিল।
লাশের কোন দাবিদার না পাওয়ায় হাসপাতালের বারান্দার মেঝেতে থাকা রতন মিয়ার মৃতদেহটি ফুলে যেতে থাকে এবং গন্ধ ছড়াতে থাকে। ফলে তার এ লাশ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ পড়ে বিপাকে।
পরে রাত ১০টায় রতন মিয়ার আত্মীয় স্বজন এসে লাশ নিয়ে গেছেন বলে নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর থানার ওসি। উলেখ্য গত মঙ্গলবার স্টার কোম্পানীতে কাজ করার সময় রতন মিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এ সময় কতিপয় শ্রমিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবর শুনে র সাথে আসা লোকজন কৌশলে সটকে পড়ে।
এরপর হাসপাতাল কর্তৃপক্ষ জরুরি বিভাগের সামনের বারান্দায় ফেলে রাখেন রতনের মৃতদেহটি। এব্যাপারে সদর থানার ওসি নাজিম উদ্দিন জানান, লাশের স্বজন আসতে দেরী হওয়ায় আমরা লাশ নিয়ে সমস্যায় ছিলাম। রাত ১০টার দিকে তার পরিবারের লোকজন আসায় লাশ তাদের নিকট সমজিয়ে দেয়া হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj