নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি : বহুল আলোচিত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অনার্স ২য় বর্ষের মেধাবি ছাত্রী এবং সাংস্কৃতিক কর্মী সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবীতে হবিগঞ্জের নবীগঞ্জে বিশাল মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
নবীগঞ্জ সম্মিলিত সচেতন নাগরিক সমাজের ব্যানারে বুধবার বিকেলে সাড়ে ৩ টায় নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড়ে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের দাবীতে একাত্ত্বতা ঘোষনা করে ‘তনু হত্যার বিচার চাই’, ‘তনুর খুনিদের ফাঁসি চাই’ তনু তুমি লজ্জিত না, লজ্জিত গোটা জাতি’ সহ বিভিন্ন লেখা সম্বলিত প্লে কার্ড হাতে নিয়ে স্থানীয় অনেক সামাজিক সাংকৃতিক সংগঠনের কমীসহ বিভিন্ন শ্রেণী পেশার শত শত মানুষ এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন। সম্মিলিত সচেতন নাগরিক সমাজের সভাপতি জাকির আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জাকিরুল ইসলামের পরিচালনায় উক্ত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, আনন্দ নিকেতনের সাধারন সম্পাদক জসিম উদ্দিন, মুহিবুর রহমান, আব্দুল হাই রাহি, শাহ লিমন, শাহ রুহেল, আব্দুল আউয়াল, নুপুর দাশ, শাফি আহমদ, বাবু, সোহেল, সংবাদ পত্র এজেন্ট মিধা ধন, সংবাদ পত্র হকার সমিতির সভাপতি কামাল আহমেদ, সাগর, সোহাগ, আলী হাছান লিটন, গোলাম রাব্বি, হাবিবুর রহমান, ইসলাম ইফতি, মুরাদ আহমেদ, সুহেদ আহমেদ, আব্দুল মন্নান, প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, তনুকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যাই প্রমাণ করে নারীরা আজ আমাদের সমাজে কতটা নিরাপত্তাহীন ও ঝুঁকির মধ্যে রয়েছে। এ সমস্ত ধর্ষণ, খুন ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সোচ্চার ভুমিকা রাখতে হবে। সারা দেশ আজ তনু হত্যার বিচার দাবীতে সোচ্চার হয়েছে।
আন্দোলনের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, খুনি ধর্ষকরা যতোই শক্তিশালী হোক না কেন তাদের বিচারের আওতায় আনতে হবে। বক্তারা অবিলম্বে সোহাগী জাহান তনুর হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj