চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকায় হবিগঞ্জ জেলার চুনারুঘাটের এক যুবককে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে।
তার নাম আ. কাইয়ুম (৪৫)। সে চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের হুড়ারকুল গ্রামের আলী আমজাদ খানের পুত্র।
সোমবার কাইয়ুমের বাড়িতে গিয়ে দেখা যায় শোকের মাতম চলছে। সন্তান হারানোর বেদনায় মা করিমুন্নেছা বেগম বার বার মূর্ছা যাচ্ছেন, বলছেন- আমার কাইয়ুম কোথায়? আমার কাইয়ুমকে এনে দাও। মায়ের এ আকুতিতে এলাকার আকাশ-বাতাস যেন ভারী হয়ে উঠছিল। কাইয়ুমরা ৭ ভাই। এর মধ্যে ৫ ভাই দক্ষিণ আফ্রিকায় থাকে।
পরিবার সুত্রে জানা যায়, ২০১৩ সালে কাইয়ুমকে ১০ লক্ষ টাকা খরচ করে দক্ষিণ আফ্রিকায় পাঠান তারা। বছর খানেক আগে কাইয়ুম দক্ষিণ আফ্রিকার নর্দান কেফ এলাকায় একটি দোকান দিয়ে ব্যবসা শুরু করে। গত শনিবার বিকেলে বাংলাদেশ সময় রাত ১২টায় দুই আফ্রিকান যুবক কাইয়ুমের কাছে ধারে সিগারেট কিনতে চায়। কাইয়ুম ধারে সিগারেট দিতে অপারগতা প্রকাশ করলে এর ঘন্টা খানেক পরই ঐ দুই যুবক কাইয়ুমের দোকানঘরে পেট্টোল ঢেলে দরজা বন্ধ করে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে কাইয়ুমের দোকান সহ কাইয়ুম ঘটনাস্থলেই নিহত হয়।
পরে আশপাশের লোকজন আফ্রিকান পুলিশকে খবর দিলে আফ্রিকান পুলিশ দোকানটি ব্যারিকেড দিয়ে কাইয়ুমের লাশ নিয়ে যায়। রবিবার রাতে কাইয়ুমের ভাই দক্ষিণ আফ্রিকা প্রবাসী আজিজুর রহমান ফোনে বাড়ীতে খবর দিলে শুরু হয় শোকের মাতম।
উল্লেখ্য যে, কাইয়ুম দক্ষিণ আফ্রিকা যাওয়ার পূর্বে পাার্শ্ববর্তী কেউন্দা গ্রামের চম্পা নামে এক মেয়েকে বিয়ে করে। তার ৫ বছরের একটি মেয়ে রয়েছে।
কাইয়ুমের বাবা অভিযোগ করেন, সরকারের পক্ষ থেকে তারা এখন পর্যন্ত কোন সংবাদ পাননি। তারা দ্রুত তার ছেলের লাশ দেশে আনার ব্যাপারে সাহায্য কামনা করছেন।
এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আজ ফেইসবুকে দেখতে পেয়েছি দক্ষিণ আফ্রিকায় দুই বাংলাদেশী যুবককে হত্যা করা হয়েছে। এখনও পর্যন্ত এ বিষয়ে থানায় কোন কিছু জানানো হয়নি। তিনি বলেন, অভিযোগ পেলে লাশ দেশে আনার ব্যাপারে সরকারি সব সহযোগিতা দেওয়া হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj