নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ-শেরপুর রাস্তা হইতে কুর্শি গ্রামের আব্দুল গফুর ও আব্দুর রহিম’র বাড়ীর উত্তর পাশ দিয়ে বরাক নদীর পাড় দিয়ে গোপলার বাজার পর্যন্ত বিজ্ঞ আদালতের ডিগ্রী প্রাপ্ত সরকারী সড়কের উপর প্রভাবশালী আব্দুল গফুর গংরা রাস্তার এক পাশে পাকা গেইট, অপর পাশে পাকা দেয়াল নির্মাণ করায় জন চলাচলে চরম ভোগান্তি দেখা দিয়েছে। রাস্তা দিয়ে চলাচলকারী সুবিধাভোগী লোকজন বাধাঁ দিলে তাদেরকে প্রাণনাশের হুমকী প্রদান করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে গতকাল রবিবার গ্রামবাসীর পক্ষে হারুন আহমদ চৌধুরী নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত আবেদন করেছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে অশান্ত হয়ে উঠতে পারে কুর্শির জনপদ।
আবেদন ও স্থানীয় সুত্রে জানাযায়, উপজেলার কুর্শি গ্রামের ওই রাস্তাটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এক পর্যায়ে বিজ্ঞ সহকারী জজ আদালতে ৫৩/৮৬ নং মামলা হয়। উক্ত মামলায় ১৯৮৬ সালে আদালতের বিজ্ঞ বিচারক লোকজনের চলাচলের রাস্তা হিসেবে ডিগ্রি প্রদান করেন। এরপর থেকেই গ্রামবাসী ওই রাস্তা দিয়ে চলাচল করে আসছে। সম্প্রতি একই গ্রামের আব্দুল গফুর ও আব্দুর রহিম রাস্তাটি তাদের বাড়ির পাশ দিয়ে যাওয়ায় জোরপূর্বক বাশেঁর বেড়া দিয়ে লোক চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি করে।
গ্রামের লোকজন বাধাঁ দিলেও তারা কোন তোয়াক্ষা করেনি। এক পর্যায়ে গেল মাসের প্রথম দিকে রাস্তার উপরে পুর্ব পাশে পাকা দেয়াল ও পশ্চিম পাশে পাকা গেইট নির্মাণ করে রাস্তটি বন্ধ করে দেয়। ফলে কুর্শি ও ষাটকাপন গ্রামের লোকজনের চলাচল বন্ধ হয়ে পরে। সীমাহীন ভোগান্তির সৃষ্টি হচ্ছে হাজারো মানুষের। সরকারী রাস্তার উপরে পাকা দেয়াল ও গেইট নির্মাণের ফলে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। গ্রামবাসী রাস্তাটি উন্মোক্ত করে দেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। অন্যতায় যে কোন মুহুর্তে বড়ধরনের দাঙ্গা, হাঙ্গামার ঘটনার সৃষ্টি হওয়ার আশংকা করছেন গ্রামবাসী।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj