খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ভূমি সেবা সপ্তাহ-২০১৬ উদযাপন করা হয়েছে। ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি এবং গতিশীলতা আনয়নের জন্য সরকার প্রতি বছর এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ভূমি সেবা সপ্তাহ পালনের সিদ্ধান্ত নিয়েছে।
এ উপলক্ষে শনিবার সকাল ১১টায় চুনারুঘাট পৌর শহরের একটি র্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আহমেদ জামিলার সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) তনময় ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ¦ লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী শাফিয়া আক্তার, আনসার বিডিপি কর্মকর্তা তাহমিনা আক্তার, দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক শাহিদুর রমান শাহিদসহ বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এতে স্বতস্ফূর্ত ও খোলামেলাভাবে ভূমি সংক্রান্ত বিভিন্ন জনদূর্ভোগ ও তা নিরসনের উপায় নিয়ে মতবিনিময় করা হয়।
উল্লেখ্য, ভূমি বিষয়ে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি এবং সেবা প্রদানে নিয়োজিত সকলের মানসিকতায় ইতিবাচক পরিবর্তনের মাধ্যমেই কাংখিত সফলতা আসবে এবং ভূমি সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ক্রমান্বয়ে জনবান্ধব হয়ে উঠবে এ আশাবাদ সকলের বক্তব্যে উঠে আসে।
আজ থেকে ৭ এপ্রিল ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে র্যালি ও আলোচনা সভার মাধ্যমে ভূমি সেবা সপ্তাহের পরবর্তী কার্যক্রম সম্পন্ন হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj