এম এ আই সজিব ॥ আজমিরীগঞ্জ উপজেলার ৫নং শিবপাশা ইউনিয়নে নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে পরাজিত প্রার্থীর সমর্থকদের হামলায় বিজয়ী প্রার্থীর ৫ সমর্থক আহত হয়েছেন।
এসময় তাদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। আহতদের জেলার সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিবপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগ (বহিষ্কৃত) সহ-সভাপতি আলী আমজাদ তালুকদার বিপুল ভোটে নির্বাচিত হন। অপরদিকে, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তফছির মিয়া ভোট যুদ্ধে পরাজিত হন।
এ নিয়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তফসির মিয়ার লোকজন আলী আমজাদ তালুকদারের সমর্থকদের ওপর হামলা ও বাড়িতে ভাঙচুর চালায়। এতে উপজেলা তরুণ লীগ সভাপতিসহ ৫ জন আহত হন। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুর রহমান জানান, নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরবর্তী সংঘর্ষের ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj