মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি : ২০১৪-১৫ অর্থ বছরে বিশ্বনাথ সদর ইউনিয়নে যোগাযোগ, পানি সরবরাহ ও মানব সম্পদ উন্নয়নে ২৭ লাখ ৩১ হাজার ৮শত ২১ টাকার উন্নয়ন হয়েছে।
লোকাল গভর্নেন্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-২) অর্থায়নে বিশ্বনাথ ইউনিয়নে এসব উন্নয়ন সম্পন্ন করে।
বিশ্বনাথ ইউনিয়ন পরিষদ সূত্র জানায়, রাস্তায় ইট সলিং, সিসি ঢালাই, পানি সরবরাহ, মানব সম্পদ খাতে এসব উন্নয়ন করা হয়। ১ লাখ ৬১ হাজার টাকা ব্যয়ে উত্তর মিরেরচর ইছবরের বাড়ি হইতে মছব্বির মোল্লার বাড়ি পর্যন্ত ইট সলিং। ৪০ হাজার টাকা ব্যয়ে গন্ধারকাপন মেইন রোড থেকে পূর্ব দিকের রাস্তায় কালভার্ট স্থাপন, ১ লাখ ৬১ হাজার টাকা ব্যয়ে জানাইয়া খেলার মাঠের পূর্বের রাস্তায় মোল্লারগাঁর আকবর আলীর বাড়ির সামন হইতে আব্দুল রশিদের বাড়ি পর্যন্ত ইট সলিং, ২ লাখ ১০ হাজার টাকা ব্যয়ে জানাইয়া মাঝের রাস্তায় আশক আলীর বাড়ির সামন হইতে আব্দুর রশিদের বাড়ি পর্যন্ত সিসি ঢালাই, ১ লাখ ৬১ হাজার টাকা ব্যয়ে জানাইয়া বায়তুল ফালাহ জামে মসজিদের সামন হইতে মাসুক মিয়ার বাড়ি পর্যন্ত ইট সলিং, ৫০ হাজার টাকা ব্যয়ে দক্ষিণ মিরেরচর মোল্লা বাড়ির ইট সলিং, ১ লাখ ৬১ হাজার টাকা ব্যয়ে কারিকোনা ভাঙ্গারপুলের মুখ হইতে সিরাজ মিয়ার বাড়ি পর্যন্ত সি.সি ঢালাই, ৮০ হাজার টাকা ব্যয়ে পুরান সিরাজপুরের রাস্তা হইতে বাওনপুর গ্রামের রাস্তায় ইট সলিং, ৮১ হাজার টাকা ব্যয়ে তাজমহরম গ্রামের রাস্তা হইতে আছকর মোল্লার বাড়ির রাস্তা পর্যন্ত ইট সলিং, ১ লাখ ৬১ হাজার টাকা ব্যয়ে সাধুগ্রাম পাকা রাস্তা হইতে সাধুগ্রাম মিনারপাড়া আশরাফ আলীর বাড়ি পর্যন্ত ইট সলিং, ১ লাখ ৬১ হাজার টাকা ব্যয়ে সুড়িলখাল তজম্মুল আলীর ও হীরণ মিয়ার বাড়ির বাস্তায় সি.সি ঢালাই, ৪০ হাজার টাকা ব্যয়ে সুড়িরখাল গ্রামের আছির মিয়ার বাড়ির সামনে টিউবওয়েল স্থাপন, ২ লাখ টাকা ব্যয়ে বিশ্বনাথ নতুনবাজার পাকা সড়ক হইতে ইশ্বাদ মিয়ার তৈয়ব আলীর দক্ষিণের পাশের রাস্তায় ইট সলিং, ৩৯ হাজার ২শত ৯১টাকা ব্যয়ে বরইগাঁও গ্রামের আজিজুর রহমান মাষ্টারের বাড়ির সামনে টিউবওয়েল স্থাপন, ১ লাখ ৬১ হাজার টাকা ব্যয়ে ধীতপুর আঞ্জব আলীর বাড়ি হইতে হেলাল মিয়ার বাড়ি পর্যন্ত ইট সলিং, ১ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে বিশ্বনাথ পুরানবাজার সুইস গেইট জামে মসজিদ হইতে লিয়াকত মিয়ার বাসা পর্যন্ত সি.সি ঢালাই, ২৫ হাজার টাকা ব্যয়ে ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের জন্য লেজার প্রিন্টার ওস্ক্যানার ক্রয়, ৪০ হাজার টাকা ব্যয়ে ভোগশাইল ঈদগাহ হইতে ওয়াহাব আলীর বাড়ি পর্যন্ত সি.সি ঢালাই, ৪ লাখ ২২ হাজার টাকা ব্যয়ে ভোগশাইল কুরুয়া রাস্তা হইতে আছকির মিয়ার বাড়ি পর্যন্ত সি.সি ঢালাই, ২৮ হাজার ৫ শত ৩০ টাকা ব্যয়ে ভোগশাইল বৈদ্যকাপন রাস্তায় তরু মিয়ার বাড়ির সামনে কালভার্ট নির্মান, ২৮ হাজার টাকা ব্যয়ে পূর্ব শ্বাসরাম হইতে পশ্চিম শ্বাসরাম রাস্তায় কালভার্ট নির্মাণ ও ১ লাখ ৬১ হাজার টাকা ব্যয়ে শাহজিরগাঁও হইতে কারিকোনা পর্যন্ত রাস্তায় সি.সি ঢালাই।
এ ব্যাপারে বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সচিব বিজিত রঞ্জন সরকার বলেন, এলজিএসপির অর্থায়নে ২০১৪-১৫ অর্থ বছরে ২৭ লাখ ৩১ হাজার ৮শত ২১ টাকার উন্নয়ন হয়েছে।
পরিষদের চেয়ারম্যান জালালউদ্দিন বলেন, উন্নয়ন অব্যাহতভাবে চলবে। তিনি উন্নয়নের স্বার্থে সবাইকে সহযোগিতা করার আহবান জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj