আবু হেনা, আজমিরীগঞ্জ (হবিগঞ্জ)থেকে : হবিগঞ্জের প্রত্যন্ত ভাটি অঞ্চল হিসেবে খ্যাত আজমিরীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
তবে দুপুরে কাকাইলছেও ইউনিয়নের হাজী আব্দুল হেকিম ভ্ইূয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বুথে অবৈধভাবে অবস্থান করায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নূরুল হক ভূইয়ার ছেলে তোফায়েল আহমেদ ভূইয়াকে আটক করে পুলিশ। পরে তাকে ছেড়ে দেয়া হয়। এছাড়া সর্বত্রই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ইউনিয়নগুলো হলো- আজমিরীগঞ্জ সদর, বদলপুর, জলসুখা, কাকাইলছেও ও শিবপাশা।
৫টি ইউনিয়নে ৪৭টি ভোট কেন্দ্রের সবগুলোই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচনে ৫টি ইউনিয়নে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, খেলাফত মজলিস, জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র মিলিয়ে মোট ২৪ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ৪টি ইউনিয়নে আওয়ামী লীগের ৬ জন ও ২টি ইউনিয়নে বিএনপি’র ২ জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন।
১৫টি সংরক্ষিত মহিলা আসনে ৫৭ জন ও ৪৫টি ওয়ার্ডে মেম্বার পদে ১৭৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ৫টি ইউনিয়নে ভোটার সংখ্যা ৬৫ হাজার ৯৯১ জন। ভোট কক্ষ ১৬৮টি। সকাল থেকেই লাইন ধরেন ভোটাররা। এখানে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj