স্টাফ রিপোর্টার ॥ সাবেক অর্থমন্ত্রী এএসএম কিবরিয়া হত্যা মামলায় হাজিরা দিলেন সিলেট সিটি করপোরেশনের বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরী। বুধবার তিনি সিলেট দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল হোসেনের আদালতে হাজিরা দেন।
এদিন ১১টায় দ্রুত বিচার ট্রাইব্যুনালের এ মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য ছিল। সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি এডভোকেট কিশোর কুমার কর এ তথ্য জানিয়ে বলেন, আরিফুল হক চৌধুরী ছাড়া আর কোনো আসামি আদালতে হাজির হননি এবং সাক্ষীরা উপস্থিত না থাকায় সাক্ষ্য গ্রহণ পিছিয়েছে। গত বৃহস্পতিবার পুনরায় এ মামলার সাক্ষ্য গ্রহণের জন্য তারিখ ধার্য করা হয়েছে বলে জানান তিনি।
সাবেক অর্থমন্ত্রী এএসএম কিবরিয়া হত্যা মামলায় সোমবার (২৮ মার্চ) দুপুরে কারামুক্ত হন আরিফুল হক চৌধুরী। কারা তত্ত্বাবধানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে মুক্তি দেয়া হয়। মায়ের অসুস্থতার কারণে কিবরিয়া হত্যা ও বিস্ফোরক মামলায় আরিফুল হক চৌধুরী ১৫ দিনের অন্তর্র্বতীকালীন জামিন পান। মঙ্গলবার তিনি সিলেটে এসে পৌছার পর নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ২০১৪ সালের ২১ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিলেট অঞ্চলের সহকারী পুলিশ সুপার মেহেরুন নেছা পারুল মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জের তৎকালীন মেয়র জিকে গউছ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১১জনের নাম যোগ করে কিবরিয়া হত্যা মামলার সম্পূরক অভিযোগপত্র আদালতে জমা দেন। পরদিন আরিফসহ অন্যদের বিরুদ্ধে গ্রেফাতারি পরোয়ানা জারি করা হয়। ওই বছরের ৩০ ডিসেম্বর আত্মসমর্পণ করেন আরিফ। এরপর থেকে তিনি কারাগারেই ছিলেন। আর মেয়র পদ থেকে তাকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj