এম এ আই সজিব ॥ মাধবপুরে নিখোঁজের ২ দিন পর ইসমাইল মিয়া নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে মাধবপুর পৌর শহরের ৩নং ওয়ার্ড পশ্চিম মাধবপুরের রিক্সা চালক রজব আলীর পুত্র।
সোমবার দুপুরে পুলিশ তার নিজ ঘর থেকে লাশ উদ্ধার করে।
এ ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ শিশু ইসমাইলের পিতা রজব আলী ও মা রহিমা বেগমকে গ্রেফতার করেছে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মনির হোসেন জানান,মাধবপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা রিক্সাচালক রজব আলীর পুত্র ইসলামাই মিয়া পার্শ্ববর্তী দোকান থেকে জিনিস আনতে গিয়ে নিখোঁজ হয়। গত শনিবার সকাল থেকে তাকে খোঁজে পাওয়া যাচ্ছে না মর্মে তার পিতা রজব আলী ওইদিন রাতেই থানায় একটি সাধারণ ডায়েরি করে। গতকাল সোমবার দুপুরে তার মা,বাবাসহ আত্মীয় স্বজন হঠাৎ করে চিৎকার চেচামেচি শুরু করে।
এ সময় এলাকাবাসি এগিয়ে এলে তারা জানায়, তাদের বসত ঘরের ধান রাখার মাচার নিচে শিশু ইসমাইলের লাশ দেখতে পেয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বসত ঘরের মাচার নিচ থেকে ইসমাইলের লাশ উদ্ধার করে।
সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারি এসআই দয়াল হরি জানান, ইসমাইলের কান, নাক দিয়ে রক্ত বের হওয়ার আলমত পাওয়া গেছে। এছাড়া তার শরীরে বিভিন্ন স্থানে কালো দাগ রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম জানান, এটি একটি হত্যাকান্ড। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মা-বাবাকে গ্রেফতার করা হয়েছে। নিহতের ভাই, ভাবি ও অনেক প্রতিবেশি ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে। তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে। বিকেলে পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র ঘটনাস্থল পরির্দশন করেছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj