এম এ আই সজিব ॥ অবিরাম বৃষ্টিপাতে হবিগঞ্জ শহরের প্রধান সড়কসহ পৌর এলাকা পানির নিচে তলিয়ে গেছে। ফলে পানিবন্দি হয়ে পড়েছেন বেশ কয়েকটি এলাকার মানুষ। একদিনের টানা এ বর্ষনে বিভিন্ন এলাকার রাস্তায় পানি জমে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করছে।
পানিবন্দি হয়ে পড়েছেন শহরের শায়েস্তানগর পানি উন্নয়ন বোর্ড, সার্কিট হাউজ, এসপির বাসভবন, জেলা প্রশাসকের বাসভবন, সদর থানা, সদর হাসপাতাল, উত্তর শ্যামলী, দক্ষিণ শ্যামলী, সিনেমা হল এলাকা, অনন্তপুর, ইনাতাবাদ, রাজনগর, মোহনপুর, মুসলিম কোয়ার্টার, কলেজ কোয়ার্টার, স্টাফ কোয়ার্টারসহ পৌর এলাকার দুই-তৃতীয়াংশ এলাকার লোকজন।
ফলে শহরের প্রতিটি আবাসিক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ ছাড়াও শহরের ঘাটিয়া বাজার, চৌধুরী বাজার, বগলা বাজার, নারিকেল হাটার রাস্তাগুলো খানা-খন্দকে পরিণত হয়েছে।
দুঃসহ কষ্টের ভিতর দিয়ে চলাচল করতে হচ্ছে জনসাধারণকে।
দীর্ঘদিন ধরেই শহরের চৌধুরী বাজার, কালীবাড়ি ক্রস রোড, শ্যামলী, মুসলিম কোয়ার্টার, নিউ মুসলিম কোয়ার্টার, সিনেমাহল এলাকা, পুরান মুন্সেফী, শায়েস্তানগর, সার্কিট হাউজ রোড, ইনাতাবাদ আ/এ, বগলা বাজার, খোয়াই মুখ, নোয়াবাদ, সিনেমা হল রোড, ঘোষপাড়া, পুরাতন বাসষ্ট্যান্ড এলাকার হকার্স মার্কেট, মাছুলিয়া, অনন্তপুর, মাহমুদাবাদ, শ্মশানঘাট রোড, রাজনগর, মোহনপুর, জঙ্গল বহুলাসহ শহরের প্রধান রাস্তাঘাটগুলো চলাচলের অনুপযোগী ছিল। ভারী বর্ষণে খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বলা যায়, পুরো শহরই হয়ে পড়েছে জলমগ্ন। শহরের বিভিন্ন রাস্তায় এখনো থৈ থৈ করছে বৃষ্টির পানি। প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় গাড়িতো দুরের কথা এসব রাস্তা দিয়ে পায়ে হেটে চলাচল করাই মুশকিল হয়ে পড়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj