হবিগঞ্জ: দেশের প্রথম গেজেটেড চা শ্রমিক মুক্তিযোদ্ধা হীরামণি সাঁওতালকে চা শ্রমিকরা প্রেরণার উৎস মনে করেন। তাই তারা যখন জানতে পেরেছেন হবিগঞ্জ শহরের দুর্জয় স্মৃতি সৌধের বেদিতে বীরাঙ্গনা হীরামণি সাঁওতালের শোকসভা হবে, তখন প্রাণের টানে তারা চলে আসেন এই শোকসভায়।
হবিগঞ্জ শহরের মান্য ব্যক্তিবর্গও চলে আসেন এই শোকসভায়। প্রাণের ছোঁয়ায় শোকসভায় অনেকেই স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে ছিলেন হবিগঞ্জের বেঁচে থাকা আরও ৫ নারী মুক্তিযোদ্ধা। শোকসভা আর সাংস্কৃতিক অনুষ্ঠানে বসন্তের শেষ বিকালে শহীদ মিনার এলাকায় ছিল এক প্রশান্তির ছোঁয়া।
রোববার বিকালে চেতনায়-৭১ এর উদ্যোগে আয়োজিত হীরামণি সাঁওতালের শোকসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আফরোজ বখত চৌধুরী।
সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, অধ্যাপক ইকরামুল ওয়াদুদ, আলাউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট খায়রুল ইসলাম খোকন, বীরাঙ্গনা সাবিত্রি নায়েক, ফারিজা বেগম, স্বপন সাঁওতাল ও কাঞ্চন পাত্র।
চেতনায় ৭১-এর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেন, চা শ্রমিকরা শুধু ঘাম ঝরানো পরিশ্রমে দেশের অর্থনীতিকেই চাঙ্গা করে না। তারা হৃদয় দিয়ে দেশকে ভালোবাসে। বঙ্গবন্ধুকে ভালোবাসে।
’৭১-এর মুক্তিযুদ্ধে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চান্দপুর চা বাগানে শ্রমিকরা তিরন্দাজ বাহিনী গড়ে তুলে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। হীরামণি সাঁওতাল আর সাবিত্রী নায়েকের মত বীরাঙ্গনার ঋণ আমরা কোনো দিন শোধ করতে পারব না।
তিনি আরও বলেন, চেতনায় ’৭১ বীরাঙ্গনাদেরকে খুঁজে বের করেছে। অনুৎঘাটিত বিষয়গুলো বের করে আনাই এই সংগঠনের কাজ। পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের সমাধি সংরক্ষণেরও কাজ করা হচ্ছে। হীরামণি সাঁওতালের সমাধিও রক্ষণ করা হবে। অনুষ্ঠানে শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj