বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি : বিজয় মিছিল করাকে কেন্দ্র করে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাইয়া-খাইড় বাজারে দুই উপজেলাবাসীর সংঘর্ষে সাবেক ইউপি চেয়ারম্যানসহ প্রায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। রোববার বিকেলে খাইয়া-খাইড় বাজারের পার্শ্ববর্তি মাঠে অনুষ্ঠিত ‘৪র্থ আবু-আল রশিদ ফুটবল টুর্নামেন্ট’র কোয়াটার ফাইনাল খেলা ট্রাইবেকারে বিশ্বনাথ উপজেলার সোনালী সংঘ দক্ষিণ বিশ্বনাথ ৩-০ গোলের ব্যবধানে ওসমানী নগর উপজেলার পশ্চিম খাইয়া-খাইড় ফুটবল একাদ্বশ পরাজিত করে।
খেলা শেষে বিশ্বনাথ উপজেলার লোকজন আনন্দ মিছিল বের করেন। এসময় আনন্দ মিছিল করতে আপত্তি করেন ওসমানী নগরের ফুটবল দলের সদস্যরা। এনিয়ে উভয় উপজেলার লোকজন বাগবিতন্ডা শুরু করেন। বাগবিতন্ডার এক পর্যায়ে দুই উপজেলাবাসীর লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
প্রায় আধা ঘন্টা চলে এই সংঘর্ষ। সংঘর্ষে বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক’সহ দুই উপজেলার প্রায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সংঘর্ষে অন্যান্য আহতরা হলেন- কবির মিয়া, তকু মিয়া, হুমিয়ার আলী, সন্টু মিয়া, বাচ্চু মিয়া প্রমুখসহ আহতরা চিকিৎসাধীন রয়েছেন।
সংঘর্ষের সত্যতা স্বীকার করেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) আবদুল হাই বলেন, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে তিনি জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj