এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহর থেকে ফিল্মি স্টাইলে এক ব্যক্তিকে অপহরণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আটক আসামী লোকমান হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। এদিকে মামলার বাদি স্ত্রী ও ভিকটিম স্বামীকে আদালত নিজ জিম্মায় মুক্তি দেন। শুক্রবার বিকালে পুলিশ আহত ভিকটিমসহ আসামীকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাওছার আলমের আদালতে প্রেরণ করে।
আদালত ভিকটিম সফি উল্লার স্বীকারোক্তি রেখে নিজ জিম্মায় তাকে মুক্তি দেন। অপরদিকে আটক উমেদনগর পশ্চিম হাটির মৃত মকসুদ আলীর পুত্র লোকমান (২৫) কে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত। উল্লেখ্য গত বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার চম্পকপুর গ্রামের আব্দুল আহাদের পুত্র সফি উল্লা ও তার স্ত্রী রতœা বেগম হবিগঞ্জ কোর্টে হাজিরা শেষে বের হলে একদল দুর্বৃত্ত তাদেরকে অপহরণের চেষ্টা করে। এক পর্যায়ে সফি উল্লাহকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় জনতা লোকমান হোসেনকে আটক করে পুলিশে দেয়।
এরপর থেকে সদর থানার ওসি মোঃ নাজিম উদ্দিনের নেতৃত্বে এসআই ওমর ফারুক, ছানা উল্লা, কেএম রাসেল, আব্দুর রহিম, রকিবুল ইসলাম ও মিজানুর রহমানসহ একদল পুলিশ ভিকটিম সফি উল্লাহ কে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। সফি উল্লাহ সুস্থ হয়ে উঠলে বিকালে কোর্টে প্রেরণ করা হয়। এ ব্যাপারে এসআই আব্দুর রহিম জানান, আটক লোকমানের বিরুদ্ধে রিমাণ্ডের আবেদন করা হচ্ছে। রিমাণ্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে আরো রহস্য উদঘাটন হবে।
মামলার অন্য আসামী হল ঃ উমেদনগর পশ্চিম হাটি গ্রামের আব্দুল কদ্দুছের পুত্র জসিম, মিঠু মিয়ার পুত্র বুলবুল, কিতাব আলীর পুত্র সোহাগ, হরিপুর গ্রামের বাবা বাবুল, পাতারিয়া গ্রামের সাজু ও নোয়াহাটি এলাকার কাঠমিস্ত্রি বাবুল সরকারের পুত্র দিপক সরকার।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj