সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ থেকে ॥ সিলেট-ঢাকা মহাসড়কে মাধবপুর উপজেলার শাহপুর নামক স্থানে মেক্সির সাথে সিএনজির সংঘর্ষে চাচা-ভাতিজা সহ ২জন নিহত ও ৫জন আহত হয়েছে।গরুতর আহত সিএনজি চালক ও যাত্রীকে আশংকাজনক অবস্থায় মাধবপুর ̄^া ̄’ ̈ কমপ্লেক্স, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল, বি-বাড়ীয়া হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই দূর্ঘটনায় শত শত জনতা ঘটনাস্থলে ভীর জমান। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনার্জ এজাজ আহমেদ একদল পুলিশ নিয়ে ঘটনা ̄’লে ছুটে যান। জানা যায়, গতকাল রবিবার দুপুর ২টার দিকে হবিগঞ্জ থেকে ছেড়ে আসা মাধবপুরগামী মেক্সী হবিগঞ্জ-ছ-১১-০০৪৩ যাত্রী নিয়ে শাহপুর এলাকায় পৌছলে এর পেছনে হবিগঞ্জ থেকে ছেড়ে আসা ছাতিয়াইন বাজার গামী সিএনজি হবিগঞ্জ-থ-১১-৪৫১৯ বেপরোয়া ভাবে চালিয়ে মেক্সি পেছনে দিয়ে অভারটেক করতে গিয়ে মেক্সি পেছনে ধাক্কা লাগলে দুমড়ে মুচরে গিয়ে সামনের ২ জন যাত্রী ঘটনাস্থলে নিহত হয়।
অপর দিকে সিএনজিতে থাকা ৪জন যাত্রী ও চালক ̧রুতর আহত হয়েছে। এতে মেক্সি দাঁড়ানে অবস্থায় কিছু হয়নি। সিএনজি নিহত যাত্রী হলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের শিমুলঘর গ্রামের মৃত মুক্তার হোসেন মোল্লার পুত্র-সাফি মোল্লা (৪৫) ও তার ভাতিজা একই গ্রামের মৃত-তালেব মোল্লা পুত্র মাসুক মোল্লা (৪০) এবং ̧রুতর আহতরা হলেন সিএনজি যাত্রী মধে ̈ একই উপজেলার শিমুলঘরগ্রামের তকদির মিয়া (৫০), তবারক মিয়া (৪৫), মান্নান মিয়া ৩৫), গাজী জিলানী (৪০) ও সিএনজি চালক শাহ আলম (২৫)। ঘটনার বিবরনে নিহত পারিবারিক কাদির মিয়া ষূত্রে জানাযায়, গতকাল রোববার হবিগঞ্জ আদালতে মামলা তারিখে হাজিরা দিয়ে বাড়িতে ফেরার পথে মেক্সি সাথে সিএনজি এ দুর্ঘটনাটি ঘটে। মেক্সি ও সিএনজি হাইওয়ে থানায় আটক রাখা হয়েছে। এব ̈াপারে থানায় মামলা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj