মোঃ আবুল কাশেম,বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : সিলেটে ২৫দিন ধরে মাদরাসা ছাত্র তৌফিক এলাহী মোসা (১৪) নিখোঁজ রয়েছে। সে সিলেটের বিশ্বনাথ উপজেলার আবক্রপুর গ্রামের হারিছ আলী ছেলে। নিখোঁজের ঘটনায় গত ৫ মার্চ সিলেট নগরীর শিবগঞ্জ জামিয়া হাফিজিয়া মাদরাসার সহকারি শিক্ষক আসরারুল হক বাদি হয়ে সিলেটের শাহপরান (রহঃ) থানা সাধারণ ডায়েরী করেন। যার নং ২২১।
সাধারণ ডায়েরী সূত্রে জানাযায়, আসরারুল হক জামিয়া হাফিজিয়া শিবগঞ্জ মাদরাসার সহকারি শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করে আসা অবস্থায় প্রায় ৭ মাস পূর্বে হারিছ আলী তার ছেলে তোফিক এলাহী মোসা কে মাদরাসায় ভর্তি করেন। কিছুদিন পূর্বে সে তার বাড়িতে গিয়ে তার ভাই ইদ্রিছ মিয়ার মোবাইল ফোন সঙ্গে নিয়ে মাদরাসায় আসে।
পরপবর্তীতে তার পিতা বাড়ি থেকে মাদরাসায় ফোন দিয়ে জানান যে তার ছেলে তৌফিক এলাহী মোসা বাড়ির কাউকে না জানিয়ে একটি মোবাইল ফোন নিয়ে গেছে। বিষয়টি মাদরাসার শিক্ষকদের জানাইলে ক্লাস শিক্ষক তার কাছ থেকে মোবাইল ফোনটি পেয়ে বাড়িতে ফোন দেন। মোবাইল ফোনটি নেওয়ার জন্য তার পিতা মাদরাসায় আসতেছেন শুনে সে তার পিতার ভয়ে গত ২৮ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৭টায় মাদরাসার টিফিন চলাকালিন সময়ে কাউকে কিছু না বলে বাহির হয়ে যায়। পরবর্তীতে টিফিনের সময় শেষ হওয়ায় এবং সে ক্লাসে ফিরে না আসায় ক্লাস শিক্ষক তার পিতাকে বিষয়টি অবহত করেন। পরবর্তীতে তার আতœীয়-স্বজনসহ সকলেই সম্ভাব্য সকল জায়গায় খোজাখুজি করে না পেলে তার পিতা হারিছ মিয়াসহ মাদরাসা শিক্ষকরা থানায় এসে সাধারণ ডায়েরী করেন। তবে কোনো সুহৃদয় ব্যক্তি মাদরাসার ছাত্র তৌফিক এলাহীর সন্ধান পেয়ে এই নাম্বার (০১৭১৫-২৩৭২৪৯ ০১৭১২২৭৩৮৮৫) যোগাযোগ করার জন্য তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj