এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরের খোয়াই নদীর উপর দিয়ে বয়ে যাওয়া একমাত্র স্লুইচ গেইটি বিকল হয়ে গেছে। এটি মেরামতে কর্তৃপক্ষের যেন কোন মাথাব্যথা নেই। বর্ষা মৌসুম আসার আগে এ স্লুইচ গেইটি মেরামত না করা হলে শহরে অকাল বন্যার সৃষ্টির আশংকা করছেন এলাকাবাসী। এলাকাবাসি সুত্রে জানা যায় দীর্ঘদিন ধরে গোসাইপুর এলাকার উত্তর দিকে খোয়াই নদীর উপর নির্মিত স্লুইচ গেইটি বিকল হয়ে পড়ে আছে।
বর্ষা মৌসুমে নদীতে পানি বাড়ার সাথে সাথে বাঁধ ভেঙ্গে বর্ষার পানি শহরে প্রবেশ করতে পারে। এতে জলাবদ্ধতার আশংকা রয়েছে। গত বছর স্লুইচ গেইটি বিকল হয়ে যাওয়ায় শহরের গোসাইপুর, ইনাতাবাদ, শ্যামলী, পুরানমুন্সেফী ও হরিপুরসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। এতে দুভোর্গ পোহাতে হয় মানুষকে। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী জানান, বর্ষার আগেই মেরামত করার প্রক্রিয়া চলছে। ৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ নুর হোসেন জানান, এটি অচিরেই মেরামত না হলে উল্লেখিত এলাকাগুলো জলাবদ্ধতার কবলে পড়বে।
ইতোপূর্বে পানি নিষ্কাষণ না হওয়ায় মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছে। বারবার পানি উন্নয়ন বোর্ডকে অবগত করা হলে প্রতিকার নেয়নি তারা। সরেজমিনে গিয়ে দেখা যায় স্লুইচ গেইটিতে জং ধরেছে। এর চারপাশে নানা ধরণের লতা-পাতা ও গাছ বেড়ে উঠেছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj