নিজস্ব প্রতিবেদক : বিশ্ব পানি দিবস উপলক্ষ্যে “বিশুদ্ধ পানি সুন্দর জীবন” শ্লোগান নিয়ে হবিগঞ্জ সদর উপজেলার অলিপুরে অবস্থিত ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রাণ-আরএফএল এর উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে র্যালীর উদ্বোধন করেন- প্রধান অতিথি হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের মহাব্যবস্থাপক এইচ এম মঞ্জুরুল হক।
র্যালী শেষে স্বাগত বক্তব্য রাখেন- হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের জ্যৈষ্ঠ ব্যবস্থাপক (প্রশাসন) এহসানুল হাবিব । অনুষ্ঠান পরিচালনা করেন-সহ-ব্যবস্থাপক (কমপ্লায়েন্স) শাহীন মাহমুদ।
র্যালী ও আলোচনা সভায় অংশ নেয়া শত শত প্রাণকর্মীদের মধ্যে বিশুদ্ধ পানি ও কেক বিতরণ করা হয়।
প্রধান অতিথি হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের মহাব্যবস্থাপক এইচ এম মঞ্জুরুল হক বলেন- এ দিবসটি গুরুত্বপূর্ণ।কারণ পানি ছাড়া কোন কার্য সম্পাদন করা যাবে না। যদিও বিশ্বে তিনভাগ পানি। এরমধ্যে বিশুদ্ধ পানির সংকট রয়েছে। তাই প্রাণ গুরুত্ব দিয়ে বিশুদ্ধ পানি উৎপাদনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছে।
তিনি বলেন, বিশুদ্ধ পানিসহ প্রক্রিয়াজাত খাদ্য ও গৃহস্থালি প্লাস্টিক পণ্য উৎপাদন, বাজারজাতকরণ এবং রপ্তানিতে দেশের শীর্ষস্থানে রয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ। বর্তমানে বিশ্বের ১২৩টি দেশে পণ্য রপ্তানি করছে দেশজ এ কোম্পানিটি। এটি বাংলাদেশের প্রথম মাল্টিন্যাশনাল কোম্পানী।
বক্তব্যে এইচ এম মঞ্জুরুল হক বলেন, প্রাণ এ দিবসটি প্রতি বছর গুরুত্বসহকারে পালন করবে। যাতে করে প্রাণকর্মীরা বিশুদ্ধ পানি’র গুরুত্ব সম্পর্কে বেশী করে অবগত হন। এতে করে প্রাণকর্মীরা বিশুদ্ধ পানি উৎপাদনে আরও গতিশীল হবেন।
তিনি বলেন, প্রাণ শুধু উৎপাদন আর বাজারজাত করে টাকা রোজগার করছে না। সামাজিকভাবেও কার্যক্রম পরিচালনা করছে। এখানে নানা পণ্য উৎপাদনে দুই বছরে এখানে সুমনের ন্যায় ১৪ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এর মাধ্যমে এলাকার আর্থ-সামাজিক ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে। বেকারদের আজ কর্মসংস্থানে সৃষ্টি হচ্ছে। পরিশেষে তিনি জানান, প্রাণ গ্রুপে ২০১৮ সালের মধ্যে এভাবে আরও ৬ হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj