এম এ আই সজিব ॥ বাহুবল উপজেলার যুবসংহতি নেতা রফিক হত্যাকান্ডে গ্রেফতারকৃত দুই সহোদরের জামিন না-মঞ্জুর করেছে আদালত। গতকাল সোমবার বেলা দেড়টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আলম জামিন না-মঞ্জুর করেন।
এর আগে দুই সহোদরকে দুই দফায় ৬ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ৬ দিনের রিমান্ড শেষেও বাহুবল মডেল থানা পুলিশ কোন ক্লু-উদঘাটন করতে পারেনি। উল্লেখ্য, গত ২৮ ফেব্র“য়ারি বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট রেলপথের বাহুবল উপজেলার বারো আউলিয়া এলাকা থেকে তার পাঁচ টুকরা করা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রফিক মিয়া উপজেলার পশ্চিম জয়পুর গ্রামে আব্দুর রহমানের পুত্র। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাহুবল উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের জাহের মোল্লা (৪৫) ও তার বড় ভাই আবুল কালামকে (৪৮) আটক করেছে বাহুবল মডেল থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ১২টা থেকে রফিক মিয়ার খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির করেও তাকে না পেয়ে বাহুবল মডেল থানায় খবর দেন পরিবারের লোকজন। পরে পুলিশ অভিযান চালিয়ে রোববার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের জমিতে রফিকের গেঞ্জি, রক্ত মাখা কুড়াল ও পাশের পুকুর থেকে রফিকের ব্যবহৃত লুঙ্গি উদ্ধার করে। এর সূত্র ধরে বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট রেলপথের বারো আউলিয়া এলাকায় রফিকের পাঁচ টুকরা করা মরদেহ পাওয়া যায়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj