এম এ আই সজিব ॥ মাদ্রাসা ছাত্র অপহরণের ১৭ দিন পর এক অপহরণকারীকে পুলিশ আটক করেছে। অপহৃত ছাত্র এখনো উদ্ধার হয়নি। গ্রেফতারকৃত অপহরণকারী হচ্ছে শায়েস্তাগঞ্জের নিশাপট গ্রামের জমির আলীর ছেলে মোঃ আলাউদ্দিন (২৫)।
জানা যায়, সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের গবিন্দপুর গ্রামের মোঃ আলকাছ মিয়ার পুত্র সাইফুল ইসলাম আনন্দ (১০) সুলতানশী হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। সে মাদ্রাসায় অবস্থান করে পড়াশুনা করতো। গত ১৮ ফেব্র“য়ারী আনন্দ এর পিতা আলকাছ মিয়া হবিগঞ্জ সদর মডেল কানায় জিডি করেন। বিষয়টি তদন্তের দায়িত্ব দেয়া হয় এসআই পার্থ রঞ্জন চক্রবর্তীকে। এদিকে খোজাখুজি অব্যাহত থাকা অবস্থায় এক অপহরণকারী আনন্দ এর চাচার মোবাইলে ফোন দিয়ে ৫ লাখ টাকা মুক্তিপন দাবী করে। বিষয়টি তারা এসআই পার্থ চক্রবর্তীকে অবহিত করেন। পরে এসআই পার্থ মোবাইল টেকিং এর মাধ্যমে জানতে পারেন মোবাইলটি সদর উপজেলার কেশবপুর বাজার এলাকার আশপাশে অবস্থান করছে। এদিকে মোবাইলে আলোচনার এক পর্যায়ে মুক্তিপনের অংশ হিসেবে আপাতত ৫ হাজার টাকা বিকাশে প্রেরনের কথা বলে গ্রেফতারকৃত অপহরণকারী আলাউদ্দিন। সে অলিপুরে অবস্থিত ইন্ডাষ্টিয়াল পার্ক এলাকার একটি বিকাশ এজেন্টের নম্বর প্রদান করে।
এদিকে পুলিশ ঘটনাস্থলে যাবার আগেই আলাউদ্দিন দোকান থেকে টাকা উত্তোলন করে নেয়। এসময় আলাউদ্দিনের মোবাইল নম্বরে ফোন দিলে টাকা নিয়ে যাওয়ার সময় পুলিশের পাশেই মোবাইলটি বেজে উঠে। সাথে সাথে পুলিশ আলাউদ্দিনকে আটক করে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলাউদ্দিন জানায়, সে সহ ৩ জন আনন্দকে অপহরণ করেছে। অপহৃত আনন্দ তার সহযোগিদের নিকট রয়েছে। গতকাল এসআই পার্থ চক্রবতী আলাউদ্দিনকে জিজ্ঞাসাবাদেও জন্য আদালতে ৭ দিনের রিমান্ড চাইলে আদালত ২ দিনের রিমান্ড মন্জুর করেন।
এ ব্যাপাওে সদর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজিম উদ্দিন জানান, আটককৃত অপহরণকারী জিজ্ঞাসাবাদে অনেক তথ্য দিয়েছে। আলাউদ্দিনকে জিজ্ঞাসাবাদ এখনো চলছে আমরা খুব দ্রুতই অপহৃত ছাত্র সাইফুল ইসলাম আনন্দকে উদ্ধার করব। আমাদের ১টি বিশেষ টিম সাড়াশি অভিযান চালাচ্ছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj