উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান জে,কে মডেল উচ্চ বিদ্যালয়ে সোমবার মাধ্যমিক বিদ্যালয় ষ্টুডেন্ট কেবিনেট ২০১৬ সম্পন্ন হয়েছে।
সকালে বৈরী আবহাওয়া থাকার কারনে কাংখিত ভোটার উপস্থিতি না হলে সুন্দর ও সুষ্টাভাবে সকাল ৯ টা থেকে বিকাল ২ টা পর্যন্ত ভোট চলে। মোট ১ হাজার ৩ শত ৮৫ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ৫ শত ৩১ জন ভোট প্রয়োগ করে তাদের নেতা নির্বাচন করেন।
৭ টি পদে মোট ১৮ জন ছাত্র-ছাত্রী নির্বাচনে অংশ নেয় । ভোটারদের সরাসরি ভোট নির্বাচিতরা হলেন, রাজন চন্দ্র দাশ(১০ম শ্রেনী) ৪০৭ ভোট,আব্দুল হাদি ইমন(১০ম শ্রেনী) ২২৭ ভোট, রূবেল মিয়া(৯ম শ্রেনী) ৪১০ ভোট,কাওছার মিয়া(৮ম শ্রেনী) ৩৯৩ ভোট,তায়েফ চৌধুরী(৭ম) ২৮৮ ভোট,সুহেল মিয়া(৭ম) ২৬৬ ভোট,রূহিত রায়(৬ষ্ট শ্রেনী)২০০ ভোট পেয়ে বিজয়ী হন। নির্বাচনে অন্যান্য প্রতিদ্বন্ধীরা হলেন, জোনাকি দাশ জুই(১০ম শ্রেনী) ১১৭ ভোট,বাক্য কুমারী স্বর্না(১০ম শ্রেনী) ২২৭ ভোট,ছালেক মিয়া(৯ম শ্রেনী) ১০২ ভোট,মোশারফ আহমদ(৮ম শ্রেনী) ১৯২ ভোট,সুষ্মিতা চক্রবর্তী(৬ষ্ট শ্রেনী) ১৪৪ ভোট,ইফতিশাম চৌধুরী নাবিল(৬ষ্ট শ্রেনী) ১৭৭ ভোট,নৌশি আক্তার(৬ষ্ট শ্রেনী) ৯৪ ভোট,রবিন মিয়া(৬ষ্ট শ্রেনী)১০১ ভোট, ফারহানা আক্তার ফাইজা(৬ষ্ট শ্রেনী) ৫৮ ভোট,শিবলী আক্তার মেঘনা(৬ষ্ট শ্রেনী) ৪১ ভোট,ইব্রাহিম মিয়া(৬ষ্ট শ্রেনী) ৯২ ভোট।
১০ শ্রেনীতে আব্দুল হাদি ও বাক্য কুমারী স্বর্না ২২৭ ভোট পেলে লটারীর মাধ্যমে আব্দুল হাদি প্রতিনিধি নির্বাচিত হন। নির্বাচ চলাকালীন সময়ে অতিথি হিসাবে পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেকুল ইসলাম,সহকারী মাধ্যমিক শিক্ষা নজরূল ইসলাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি প্রভাষক উত্তম কুমার পাল হিমেল।
এ সময় নবীগঞ্জ জে,কে মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম,শিক্ষক সলিল বরন দাশ,শিক্ষক অজয় চন্দ্র ধরসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj