নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ শহরতলীর চরগাও গ্রামে পুলিশের উপস্থিতেই এক মহিলাকে মারধর করেছে একদল দুর্বত্তরা। আহত মহিলা সরলা বিবি (৫০)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার দায়ে পুলিশ হেলাল চৌধুর কে গ্রেফতার করেছে পুলিশ।
জানাযায়,উল্লেখিত গ্রামের ইয়াওর চৌধুরী ও তার পুত্রদের উপর গেদু মিয়া চৌধুরী স্ত্রী সরলা বিবি একটি জোর পূর্বক গাছ কাটার অভিযোগে একটি অভিযোগ দায়ের করেন। এছাড়া পৌরসভা ইট সলিং রাস্তা ইট তুলে নিয়ে ঘর নির্মান করেন। এই বিষয়টি সরলা বিবি পৌরসভার মেয়র আলহাজ্ব ছাব্বির আহমদ চৌধুরী ও কাউন্সিলরকে জানালে পৌর কৃতপক্ষ ইয়াওর মিয়াকে কেন পৌরসভার রাস্তা ইট তুলে গৃহ নির্মান করলের তার জবাব দেয়ার জন্য নোটিশ প্রদান করেন। নোটিশের কোন জবাব না দেয়ায় পৌরসভার মেয়র পুলিশকে জানালে গতকাল সোমবার পুলিশ ওই স্থানে তদন্তে গেলে পুলিশের উপস্থিতেই ইয়াওর মিয়া হুকুমে তার ছেলে মেয়ে রাসেল চৌধুরী দুলাল চৌধুরী,হেলাল চৌধুরী,রাহেলা,সাজনা,রাসনা মিলে সরলা বিবি উপর হামলা করে। এসময় হামলাকারীরা সরলা বিবির বাড়িঘর ভাংচুর করে ঘরের ভিতর দোকানের মালামাল সিএনজির আয়ের টাকা বাড়িঘর ভাংচুরসহ নগদ প্রায় ৫০ হাজার টাকা লুটপাট করেছে। গ্রামবাসী জানান দুর্বত্তরা নেশাগ্রস্থ লোক কারও কথা শুনেনা এর আগেও দুই বার ওই মহিলাকে মারধর করেছে উল্লেখিত লোকজন। আপোষে বিষয়টি মিমাংসা করতে চাইলে হামলাকারী তা মানেন না। এই ঘটনায় জড়িত থাকার দায়ে হেলাল চৌধুরী (২৪)কে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আহত সরলা বিবি প্ত্রু বাদী হয়ে ৮ জনকে আসামী করে থানায় মামলা করেছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj