এস এইচ টিটু: শায়েস্তাগঞ্জ থানাধীন নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে সোমবার (২১ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে উৎসব মুখর পরিবেশে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে।
ভোট গ্রহনের দিন সরজমিনে হবিগঞ্জ সদর উপজেলার নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও ইসলামী একাডেমী হাইস্কুলে দেখা গেছে, অত্যন্ত সুন্দর পরিবেশে শৃংখলার মাধ্যমে তাদের ভোট কক্ষে শিক্ষার্থীরা লাইনে দাড়িয়ে তাদের ভোট দিচ্ছে। এক্ষেত্রে শিক্ষার্থীরাই প্রধান নির্বাচন কমিশনার, প্রিজাইডিং অফিসার ও পোলিং এজেন্টের দায়িত্ব যথাযথ ভাবে পালন করে চুড়ান্ত ফলাফল ঘোষনা করে।
নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে নির্বাচিত ৮ জন প্রতিনিধিরা হল : আমজাদ হোসেন রিপু-৩৭৪ ভোট পেয়ে প্রথম হয়েছে, গোলাম রাব্বানী লিটু-২৯৫ ভোট, ফেরদুসী আর ইস্মা-২৭৮ ভোট, কলি আক্তার-২৫৬ ভোট,নুরুউদ্দিন -২৪০ ভোট, সানজানা খাতুন-২২৫ ভোট, সাইফুল ইসলাম সামি-২১৭ ভোট,তাজুল ইসলাম-১৭৭ ভোট।
আমজাদ হোসেন রিপু প্রথম হওয়াতে তার কাছে উদ্দেশ্য জানতে চাইলে তিনি জানান, পরিবেশ সংরক্ষণ (বিদ্যালয়, আঙ্গিনা, টয়লেট পরিষ্কার এবং বর্জ ব্যবস্থাপনা); গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়া; পরমত সহিষ্ণুতা ও শ্রদ্ধাবোধ; শিক্ষাপ্রতিষ্ঠানে শিখন-শিখানো কার্যক্রমে শিক্ষকদের সহায়তা ও অভিভাবকের সম্পৃক্ততা; শতভাগ ছাত্র-ছাত্রীর ভর্তি ও ঝরেপড়া রোধে সহযোগিতা; প্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন কর্মকান্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং ক্রীড়া, সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করাই স্টুডেন্টস কেবিনেট নির্বোচনের আমার উদ্দেশ্য।
উক্ত নির্বাচনে নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে মোট ভোটার ১২৮৫ কেবিনেট গঠন করতে ৩০জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।৮ জন প্রতিনিধি নির্বাচিত হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj