ষ্টাফ রিপোর্টার ॥নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামে সরকারী রাস্তার উপর ঘর নির্মাণকে কেন্দ্র করে টান টান উত্তেজনা বিরাজ করছে। খোদ মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর গ্রামের ওই রাস্তাটি বেদখল হওয়ায় জনচলাচলে মারাত্বক অসুবিধার সম্মুখীন হচ্ছে। এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষের নীরবতায় জনমনে নানা প্রশ্ন দানা বেধেঁছে। সুবিধা বঞ্চিত লোকজন পৌরসভাসহ জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আবেদন নিবেদন করেও কোন সুরাহা না পাওয়ায় চরম হতাশায় ভোগছেন। উক্ত রাস্তা বন্ধ হওয়ায় ঘর থেকে বের হওয়ার পথ বন্ধ হয়ে পড়েছে।
স্থানীয় সুত্রে জানাযায়, যুগ যুগ ধরে চরগাঁও গ্রামের মেইন সড়ক থেকে শাখা বরাক নদী পর্যন্ত লোক চলাচলের একটি গোপাট রয়েছে। পৌর কর্তৃপক্ষ দফায় দফায় ওই গোপাটে সংস্কার কাজ করে আসছে।কয়েক বছর আগে পৌর কর্তৃপক্ষ ওই সড়কে আব্দুল আউয়ালের বাড়ি পর্যন্ত ইট সলিং রাস্তা নির্মাণ কাজ করেন।
সম্প্রতি একই গ্রামের প্রভাবশালী মৃত তমিজ মিয়ার ছেলে এওর মিয়া ও তার ছেলে রাস্তার ইট তোলে উক্ত রাস্তার উপর ঘর নির্মাণের কাজ শুরু করে। ফলে লোকজনের যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় একই গ্রামের সুবিধাভোগী সরলা বেগম গংরা রাস্তার স্থাপনা অপসারনের জন্য স্থানীয় পৌরসভার মেয়র বরাবরে আবেদন করেন। উক্ত আবেদনের প্রেক্ষিতে মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী গত ৬ই মার্চ উভয় পক্ষকে নোটিশ প্রদান করেন। এতে প্রভাবশালী দখলদার’রা সাড়া না দিয়ে ঘর নির্মাণ কাজ চালিয়ে যায়। রবিবার পৌর কর্তৃপক্ষ দু’টি পত্র প্রেরন করেন। একটি সহকারী প্রকৌশলী ভবি মজুমদার স্বাক্ষরীত নিষেধাজ্ঞা নোটিশ। অপরটি মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী স্বাক্ষরীত প্রত্যায়নপত্র। এতে বলা হয়েছে দখলকারী লোকজন পৌর কর্তৃপক্ষের ডাকে সারা না দেয়ায় বিষয়টি মিমাংসা করা সম্ভব না হওয়ায় রাস্তা ব্যবহারে বঞ্চিত লোকজন আইনের আশ্রয় নেয়ার পরামর্শ। পৌর কর্তৃপক্ষ এ সব নোটিশ প্রদান করেই দায়মুক্ত হতে যাচ্ছেন। এর আগে এলাকাবাসী জেলা প্রশাসক, পুলিশ সুপার ও ইউএনও বরাবরে প্রতিকার চেয়ে একটি আবেদন করেন। অদৃশ্য কারনে উক্ত রাস্তা দখল মুক্ত করার উদ্যোগ নেয়া হয়নি। নীরবতার ভুমিকায় রয়েছে পৌর কর্তৃপক্ষ। গ্রামের লোকজন জানান, মেয়র সাহেব বিষয়টি গুরুত্ব সহকারে দেখলে রাস্তা দখল করে ঘর নির্মাণ করা সম্ভব হবে না। এলাকাবাসী বিষয়টির দ্রুত সমাধানের আহ্বান জানান। অন্যতায় বড় ধরনের সংঘাতের আশংকা করছেন গ্রামবাসী।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj