এম এ আই সজিব ॥ হবিগঞ্জে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় ১৪৯ জন শিক্ষক-শিক্ষিকার ৩ দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। রোববার সকালে জেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সফিউল আলম।
সহকারী পরিচালক মো. আকরাম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. বদরুজ্জামান চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি অ্যাডভোকেট পূণ্যব্রত চৌধুরী বিভু।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সফিউল আলম বলেন, মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) অর্জনে উলেখযোগ্য ভূমিকা রাখছে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, যা আগামীতে মধ্যম আয়ের দেশ তৈরিতে সহায়ক হবে।
তিনি বলেন, একটি সুন্দর ও স্থায়ীভাবে উন্নত জাতি গড়ে তোলার জন্য শহর ও গ্রাম সকল জায়গার মানুষকেই সমানভাবে শিক্ষিত করে তুলতে হয়। তা না হলে উন্নয়নে বৈষম্য তৈরি হয় এবং তা বেশিদিন টেকসই হয় না।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক মো. বদরুজ্জামান চৌধুরী বলেন, মসজিদ ও মন্দির সমাজের তৃণমূল পর্যন্ত বিস্তৃত ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের সাথে সমাজের সম্পৃক্ততা খুবই নিবিড়। তাই এসব প্রতিষ্ঠানকে ব্যবহার করে শিশুদের জন্য প্রাক-প্রাথমিক শিক্ষার অবকাঠামো গড়ে তোলা ধর্ম মন্ত্রণালয়ের একটি শুভ ও সৃজনশীল উদ্যোগ। এ উদ্যোগ নিরক্ষরতা দূরীকরণে যেমন ভূমিকা রাখছে, তেমনি ভূমিকা রাখছে সকল শিশুর জন্য বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে। তিনি বলেন, অবকাঠামোসহ নানা সমস্যার কারণে প্রাথমিক বিদ্যালয়গুলো সকল শিশুর জন্য প্রাক-প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে পারছে না। আর সেখানেই মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সফলতার সাথে কাজ করে যাচ্ছে।
কর্মশালায় শিশু মনোবিজ্ঞান, পাঠদান কৌশল, শ্রেণি ব্যবস্থাপনা, বর্ণ শিখণ কৌশল ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।
আগামী ২২ মার্চ শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে সনদপত্র বিতরণের মাধ্যমে প্রশিক্ষণের সমাপ্তি ঘটবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj