এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরের বিভিন্নস্থানে অবৈধ টমটম গ্যারেজ গড়ে উঠেছে। ভ্রাম্যমান আদালত সংযোগ বিচ্ছিন্ন করে মামলা দেয়ার পরও কিছুদিন যেতে না যেতেই বিদ্যুত অফিসের কতিপয় অসাধু কর্মচারীদের ম্যানেজ করে সংযোগ দিয়ে ফের টমটম চার্জ দিচ্ছে।
ফলে ঘন ঘন লোডশেডিং বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি সিলেট বিদ্যুত আদালতের ম্যাজিস্ট্রেট মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে চিরাকান্দি এলাকার আমিন ভূইয়ার টমটম গ্যারেজ, আলমপুর গ্রামের তাজিম ট্রেডার্স নামে আব্দুর রশিদের টমটম গ্যারেজসহ কয়েকটি গ্যারেজের সংযোগ বিচ্ছিন্ন করে মামলা দেয়া হয়। এ সব মামলায় তাদের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা ইস্যু হয়।
এরপরও তারা কিছু দিন যেতে না যেতেই বিদ্যুত অফিসের অসাধু কর্মচারীদেরকে ম্যানেজ করে রাস্তার উপর দিয়ে যাওয়া মেইন লাইন থেকে সরাসরি লাইন নামিয়ে এসব টমটম চার্জ দিচ্ছে। ফলে একদিকে সরকার লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে অন্যদিকে ঘটছে প্রতিনিয়ত দূর্ঘটনা। নাম প্রকাশে অনিচ্ছুক গ্যারেজের মালিক জানান, আমরা কমিশন দিয়েই এসব গ্যারেজ স্থাপন করেছি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, আলমবাজার থেকে শুরু করে রামপুর শ্মশানঘাট ও আলমপুর পর্যন্ত প্রায় ১০টিরও বেশি অবৈধ টমটম গ্যারেজ গড়ে উঠেছে। আর এসব টমটম গ্যারেজে অবাধে টমটম গ্যারেজ চার্জ দেয়া হচ্ছে। এ ব্যাপারে বিদ্যুত অফিসের সহকারি প্রকৌশলী শরিফুল ইসলাম জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী টমটম গ্যারেজে বিদ্যুত সংযোগ দেয়ার অনুমতি এসেছে। আমরা ইতোমধ্যে তিনটি গ্যারেজের অনুমতি দিয়েছি। অপরগুলোর লাইন বিচ্ছিন্নসহ মামলা রয়েছে। লুকিয়ে এসব সংযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj