নবীগঞ্জ প্রতিনিধি : আগামী ২৮ মার্চ নবীগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন সফল করার লক্ষ্যে শনিবার বেলা ১১টায় ওসমানী রোডস্থ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আমিনুর রহমান চৌধুরী সুমন এর সভাপতিত্বে, যুগ্ম আহবায়ক উজ্জ্বল সরদার ও ইকবাল আহমেদ বেলাল এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মাহবুবুর রহমান ময়না, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাজহারুল ইসলাম অপু, সাধারণ সম্পাদক অনন্ত দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ইয়াহিয়া মিয়া, লাক তালুকদার লায়েক, নিরাপদ দাশ, সাজ্জাদুর রহমান, আছাদ চৌধুরী, ১নং ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক বিজিত দাশ, ৩নং ইউনিয়ন সভাপতি লিটন আহমেদ, ৪নং ইউনিয়নের সভাপতি রূপম আহমেদ রূপ, ৫নং ইউনিয়ন সভাপতি হাজী লিমন আহমেদ, ৬নং ইউনিয়ন সভাপতি আল-আমিন খান, ৭নং ইউনিয়ন সভাপতি বিজয় দাশ, ৮নং ইউনিয়নের যুগ্ম আহবায়ক রুমন রায়, ১২নং ইউনিয়ন সভাপতি রেসাদ মাহমুদ জসিম, সাধারণ সম্পাদক উজ্জল দেওয়ান। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২৮ মার্চের সম্মেলনকে সফল করতে প্রত্যেক সভাপতি ও সাধারণ সম্পাদককে ব্যাপক নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করার সিদ্ধান্ত সহ নবীগঞ্জ উপজেলা সদরে গেইট, ব্যানার ফেস্টুন, পোস্টার দিয়ে সজ্জিত করার কথা বলা হয়।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবীগঞ্জ উপজেলা ১৩টি ইউনিয়নের মধ্যে ৬নং কুর্শি ইউনিয়নের উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক উজ্জ্বল সরদারকে নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের পক্ষ থেকে একক প্রার্থী ঘোষনা করা হয়। বক্তাগণ বলেন নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে ৬নং কুর্শি ইউনিয়নে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক উজ্জ্বল সরদার কে বঙ্গবন্ধুর মার্কা নৌকা প্রতীক বরাদ্দ দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী দেওয়ার জোর দাবী জানানো হয়।
সভা শেষে ৪নং দীঘলবাক ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকলীগ নেতা সুমন সরদার, হেলাল চৌধুরী, আলী হাছান লিটন, জাকির হোসেন চৌধুরী, সালমান আহমেদ, রিপন চক্রবর্ত্তী, রিপন রায়, রাজন রায়, যুবরাজ দাশ, মানিক দাশ, সবুর মিয়া, মোস্তাক আহমেদ শাওন, মাজেদ নেওয়াজ মুরাদ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj