বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : সিলেট-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, জননত্রেী-প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাঙালী এখন স্বনির্ভর জাতিতে রুপান্তরিত হয়েছে। একারণেই নিজেদের টাকায় বাংলাদেশ এখন নির্মান করতে পারছে পদ্মা সেতু। বিদ্যুৎ-এর আলোয় একের পর এক গ্রাম আলোকিত হচ্ছে। ফলে সৃষ্টি বেকার যুব সমাজের কর্মসংস্থান। সমাজের অবহেলিত-বঞ্চিত মানুষরা পাচ্ছেন নিজেদের প্রাপ্য অধিকার। জাতিকে কলঙ্কমুক্ত করতে ৭১’র যুদ্ধাপরাধীদের বিচারের রায় বাস্তবায়ন করছে সরকার। তিনি আরোও বলেন, সুন্দর সমাজ বির্নিমানের জন্য আমাদের সন্তানদেরকে সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। এতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরকে পালন করতে হবে গুরুত্বপূর্ন ভূমিকা।
তিনি শনিবার দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার জানাইয়া গ্রামে প্রায় ২৮ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে নির্মিত প্রায় ২.৩৯২ কিলোমিটার বিদ্যুতায়ন কাজের উদ্বোধন এবং জানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল জলিল জালাল’র পক্ষ থেকে প্রত্যেক শ্রেণীর ১ম, ২য়, ৩য় স্থান অধিকারী কৃতি শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান করা হয়। নতুন বিদ্যুতায়ন কাজের উদ্বোধনের ফলে গ্রামের নতুন আরও ২৩৯টি পরিবার বিদ্যুৎ সেবার আওতায় আসল।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল জলিল জালাল’র সভাপতিত্বে এবং স্থানীয় ইউপি সদস্য নূরুল হক ও উপজেলা যুবলীগ নেতা আবদুল আজিজ সুমন’র যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, সাধারণ সম্পাদক বাবুল আখতার, পল্লী বিদ্যুৎ সমিতির বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম কমলেশ চন্দ্র বর্মন, জানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নিশিী কান্ত পাল, উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলী।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ে শিক্ষার্থী ফাহিম আহমদ, গীতা পাঠ করেন তীব্র দাশ ও স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষিকা শিল্পী রাণী পাল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার তৈয়ব আলী, পল্লী বিদ্যুত সমিতির এজিএমকম মাহমুদুল হাসান, ডাইরেক্টর অজিত কুমার পাল, যুক্তরাজ্য প্রবাসী আফরোজ আলী, গ্রামের মুরব্বী রজিব উল্লা, আমির আলী সওদাগর, রুপক কুমার দেব, বিদ্যালয়ের সহকারী শিক্ষক বীথি রাণী দে, অমল চন্দ্র দাস, পিয়ারা বেগম, ঝুমু বণিক, নাছরিন সুলতানা, অর্পিতা চক্রবর্তী, আওয়ামী লীগ নেতা আবদুল মতিন, ফজলুর রহমান, নজরুল ইসলাম, বিশ্বনাথ নতুন বাজার বণিক সমিতির সভাপতি শামীম আহমদ, কমিশনার জয়নাল আবেদীন, উপজেলা শ্রমিকলীগের কার্যকরী সভাপতি ফজর আলী, সহ সভাপতি সুন্দর আলী, সাংগঠনিক সম্পাদক আরান দেব, জেলা যুবলীগ নেতা শেখ আজাদ, উপজেলা যুবলীগ নেতা তৈমুছ আলী, জুনাব আলী, আবুল হোসেন, ইকবাল হোসেন শাহীন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি কামাল হোসেন মুন্না, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আবদুল মালিক সুমন, বিশ্বনাথ সদর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রাজু আহমদ খান, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ প্রমুখ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj