আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের দক্ষিণে বন্দর নগরী এডেনে বিমান হামলায় আল-কায়েদার সন্দেহভাজন কমপক্ষে ১৭ জঙ্গি নিহত হয়েছে। রোববার নিরাপত্তা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
মিলিশিয়াদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত আল মনসুরা জেলা। গত বছরে জুলাইয়ে ইরান সমর্থিত শিয়া হুথিদের ওপর সৌদি জোটের হামলা চলাকালে জেলাটি মিলিশিয়াদের দখলে চলে যায়। সূত্র জানিয়েছে, হামলায় কমপক্ষে ২০ বেসামরিক নাগরিক ও জঙ্গি আহত হয়েছে। এছাড়া নিরাপত্তা বাহিনীর তিন সদস্যও আহত হয়েছে। আল মনসুরা জেলা মুক্ত করার দ্বিতীয় ধাপ হিসেবে এ হামলা চালানো হয়েছে।
তবে এ ব্যাপারে সৌদি জোটের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
প্রসঙ্গত, গত বছরের শুরুর দিকে প্রেসিডেন্ট আব্দে রাব্বু মনসুর হাদিকে ক্ষমতাচ্যুত করে হুথি বিদ্রোহীরা। ওই বছরের জুলাইয়ে হাদির সমর্থণে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে বিমান হামলা চালাতে শুরু করে। হুথিদের হাতে অবরুদ্ধ ইয়েমেনের তৃতীয় বৃহত্তম শহর তিয়াজ শহরকে শনিবার অবরোধমুক্ত করতে সক্ষম হয়েছে সৌদি জোট।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj