এস এইচ টিটু : শায়েস্তাগঞ্জের সুতাং বাজার এলাকার বাছিরগঞ্জ থেকে চার শিশু নিখোঁজের ঘটনায় ৩ জনকে উদ্ধার করা পর আজ রবিবার সকালে শায়েস্তাগঞ্জ এলাকার দরিয়াপুর গ্রামের আব্দুল আওয়ালের ছেলে সোহানুর রহমান (১১)কে সিলেট মাজার থেকে উদ্বার করা হয়েছে।
এদিকে গতকাল শনিবার রাত ৯টার দিকে জেলার নিখোঁজ নয়নের ফুফুর বাড়ি বানিয়াচঙ্গ উপজেলার বালিখাল গ্রাম থেকে বাকি ৩ জনকে উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত শুক্রবার জুম্মার নামাজের পর থেকে তারা নিখোঁজ ছিলেন। চার শিশুই শায়েস্তাগঞ্জের সুতাং বাজার এলাকার বাছিরগঞ্জ পূর্ব নোয়াগাঁও হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক দৈনিক শায়েস্তাগঞ্জ কে ৪ শিশু উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি দাবি করেন, ওই শিশুদের মধ্যে সোহানুর নিজেই ট্রেনে করে শায়েস্তাগঞ্জ থেকে সিলেটে চলে গিয়েছিল। অপর ৩ শিশু বানিয়াচং উপজেলার বালিখাল গ্রামে বেড়াতে গিয়েছিল।
স্থানীয়রা জানান, শুক্রবার (১১ মার্চ) বিকেলে পাঞ্জাবি বানানোর কথা বলে হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জে যাওয়ার পর থেকে ওই শিশুদের খোঁজ পাওয়া যাচ্ছিল না।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj