হবিগঞ্জ: স্বপ্ন আকাশ ছোয়ার। কিন্তু সাধ্য সীমিত। তবে তারুণ্যের কাছে যে কোন সীমাবদ্ধতাই বাধা নয় তা আবারও প্রমান করলেন হবিগঞ্জের তরুন সংগঠকরা । তবে যথারিতি পিছনের মানুষ সেই হবিগঞ্জের মাটি ও মানুষের নেতা এমপি অ্যডভোকেট মো. আবু জাহির।
হবিগঞ্জ ক্রিকেট স্কুল স্থানীয় জালাল স্টেডিয়ামে প্রথম বারের মত আয়োজন করল এমপি আবু জাহির টুয়েন্টি-টুয়েন্টি নাইট ক্রিকেট টুর্ণামেন্ট।
শনিবার রাতে আলোর রোশনাই দেখা দেয় মাঠে। উদ্বোধনী অনুষ্ঠানে আতশবাজির ধাধায় দর্শকরা ভাবছিলেন টেলিভিশনে কোন অনুষ্টান দেখছেন কিনা।
শনিবার এমনি এক আলো জ্বলমলে অনুষ্ঠানের মাধ্যমেই মাঠে গড়ায় টুর্ণামেন্ট।
হবিগঞ্জ ক্রিকেট স্কুলের সভাপতি বদরুল আলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মকসুদুর রহমান উজ্জলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সফিউল আলম।
বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারন সম্পাদক অ্যাডভোকেট সুলতান মাহমুদ, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, সরকারী বৃন্দাবন কলেজের সাবেক ভিপি গাউছুল ইমাম সুজন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আব্দুল মোতালিব মমরাজ, সফিকুজ্জামান হিরাজ, তাজ উদ্দিন, হুমায়ুন কবির চৌধুরী শাহেদ, জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ ফেরদৌস আহমেদ, ক্রিকেট স্কুলের পরিচালক ইব্রাহিম খলিল সোহেল ও রিন্টু রায়।
উদ্বোধনী অনুষ্টানে এমপি আবু জাহির ক্রিকেট স্কুলকে দুই লাখ টাকা অনুদান ঘোষনা করেন যাতে আগামীতে আরও বৃহত্তর পরিসওে নাইট ক্রিকেট টুর্নাামেন্ট করা যায়। তিনি হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামকে পর্যায়ক্রমে আন্তর্জাতিন ভেন্যুতে রুপদানের প্রত্যাশা ব্যক্ত করেন।
উদ্বোধনী খেলায় হবিগঞ্জ ক্রিকেট স্কুল ৭ রানে একুশে ক্রীড়া চক্রকে পরাজিত করে। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের ফাহিম।
প্রসঙ্গত, নক আউট ভিত্তিক টুর্ণামেন্টে ৬টি দল অংশগ্রহণ করছে। চ্যাম্পিয়ন দলকে ৩০ হাজার ও রানার্সআপ দলকে ১০ হাজার টাকার প্রাইমানি প্রদান করা হবে। এছাড়াও প্রতি খেলায় ম্যান অব দ্যা ম্যাচকে ১ হাজার টাকা পুরস্কার করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj