সৈয়দ শাহান শাহ্ পীর॥ হবিগঞ্জ জেলার গ্রামগঞ্জসহ সারাদেশে সিন্ডিকেট প্রচলন, সালিসে ঘটছে মানবাধিকার লঙ্ঘন।
সরজমিনে ঘূরে জানাযায়, সালিস বৈঠকের জের ধরে হত্যাসহ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে প্রায় প্রতিনিয়তই। দেশে এখন সালিসে শাস্তি দিচ্ছে মানবাধিকার লঙ্ঘণ করে। সালিসে মরুব্বীরা এখন সিন্ডিকেট করে আইন নিজের হাতে তুলে দিচ্ছেন। তবে পক্ষদয় যদি শক্তিশালী হয় সিন্ডিকেট করতে পারেন না। কারণ তারা প্রভাবশালী বাদী- বিবাদী। আর যদি শক্তিহীন এবং প্রভাবহীন হয় তাহলে একদিকে যেমন আইন নিজের হাতে তুলে নেন অন্যদিকে মণগড়া রায় দেন।
ফলে, বাদী-বিবাদী সঠিক বিচার না পেয়ে নিরুপায় হয়ে মামলায় জড়িয়ে পড়ে মামলায় যায় আর কেউ কেউ বাড়ি ছাড়ে, কেউ আত্মহত্যা করে কেউকে সালিসেরা হত্যা করে এবং সমাজচ্যুৎ করাসহ বিভিন্ন বেআইনী অবস্থা সালিসে লক্ষ করা যায়। আজ-কাল গ্রাম্য সালিসের নামে চলছে ব্যক্তিগত সালিস। যদিও দেশে আইন আদালত রয়েছে।
পাশাপাশি দেশে গ্রাম্য সালিস প্রথা আছে। গ্রাম্য সালিসে পারিবারিক এবং সামাজিক ছোটখাটো বিরোধ নিষ্পত্তি করা হয়। আবার স্থানীয় পর্যায়ে দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করার জন্য গ্রাম- আদালত রয়েছে। কিন্ত আজ এক শ্রেণীর অসাধু সালিস/ মুরুব্বীরা সমাধার বদলে ঘটাচ্ছেন সমস্যা।
এব্যাপারে কমিউনিটি পুলিশিং এর উপস্থিতি সালিস বৈঠকে কম লক্ষ করা যায়। যদিও উপস্থিত পাওয়া যায় তারাও আবার ঐ সেই সিন্ডিকেটই।
উল্লেখ্য,২০০৬ সালে গ্রাম আদালত আইন প্রণীত হয়। আর ২০১৩সালে আইনটি সংশোধন হয়। এ আইনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে এ আদালতের বিচারকের দায়িত্ব দেয়া হয়।
কিন্তু আজ চেয়ারম্যান ছাড়াই ঐ সমস্ত সালিসানরা মূখচেনে মূঘের ডাল ভাবে অমানবিক ঘটনা ঘটাচ্ছেন কারণ কি? মনে হয় যেন ডিজিট্যাল যোগের বদলে এখন সিন্ডিকেট যোগ আবির্ভাব হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj