এস এইচ টিটু,সুতাং থেকে : চার শিশুকে হত্যার পর মাটিচাপা দেয়ার এক মাস যেতে না যেতেই আবারো হাফিজিয়া মাদরাসার ৪ ছাত্র একসাথে নিখোঁজ হয়েছে।
নিখোঁজ ৪ শিশু হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ থানার সুতাংবাজার এলাকার বাছিরগঞ্জ পূর্ব নোয়াগাঁও হাফিজিয়া মাদরাসায় ছাত্র।
নিখোঁজ ৪ শিশুরা হল : - হবিগঞ্জের বাহুবল উপজেলার পশ্চিম শাহাপুর প্রকাশিত চারগাঁও গ্রামের আহমদ রশিদ মনু-এর পুত্র তানভীর রশিদ রাফি (১৩), তার ভাগিনা একই উপজেলার আব্দানারায়ন গ্রামের আব্দুল আহাদের পুত্র ইমতিয়াজ আহমেদ(১২), শায়েস্তাগঞ্জ থানার দরিয়াপুর গ্রামের আব্দুল আওয়ালের পুত্র সুহানুর রহমান (১১) ও নবীগঞ্জ উপজেলার সুজাপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে আজহারুল ইসলাম নয়ন (১২) গত শুক্রবার (১১ মার্চ) বিকেলে পাঞ্জাবী তৈরি করার কথা বলে মাদরাসা থেকে শায়েস্তাগঞ্জ আসে।
রাতে আর তারা মাদরাসায় ফিরে না গেলে রাতেই মাদরাসার মুহতামিম হাফেজ মোজাক্কির হোসাইন মোবাইল ফোনে ছাত্রদের অভিভাবকদের বিষয়টি জানান। রাতে প্রত্যেক অভিভাবক সম্ভাব্য সকল স্থানে শিশুদের খোঁজ করে।
শিশুদের সন্ধান না পেয়ে শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে নিখোঁজ শিশু রাফি’র পিতা বাহুবল উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক আহমদ রশিদ মনু শায়েস্তাগঞ্জ থানায় একটি জিডি করেন।
এদিকে নিখোঁজ হওয়ার ৪ শিশুর মধ্যে একজনের পিতা আহমদ রশিদ মনু প্রতিনিধিদের বলেন, আমার ছেলে রাফি, ভাগিনা ইমতিয়াজ ও তাদের সহপাঠী সুহানুর এবং নয়ন সহ বেশ কিছু শিশু ওই মাদরাসার আবাসিক ছাত্র। মাদরাসা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে থেকে তারা হাফিজি পড়াশুনা করে।গত মঙ্গলবার আমার পুত্র বাড়ি এসেছিল। ওই দিনই বিকেল বেলা আবার চলে যায়। গত শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে মাদরাসা কর্তৃপক্ষ আমার ভগ্নিপতি আব্দুল আহাদকে মোবাইল ফোনে বিষয়টি জানায়। এরপর থেকে আমরা সর্বত্র তাদের খোঁজাখুজি শুরু করি। অবশেষে আমি গতকাল শনিবার বিকেলে শায়েস্তাগঞ্জ থানায় জিডি এন্ট্রি (নং- ৪২৫) দায়ের করেছি।
ঘটনাটি জানাজানি হলে জেলার সর্বত্র তোলপাড় শুরু হয়েছে। অভিভাবকরা হয়ে পড়েছেন শঙ্কিত। এর আগে গত ১২ ফেরুয়ারি জেলার বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের ৪ শিশু নিখোঁজ হওয়ার ৫ দিন পর তাদের মাটিচাপা লাশ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক-এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ব্যাপারে জিডি হয়েছে। আমরা শিশুদের সন্ধানে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj