আবু হেনা /এম এ আই সজিব : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাসা ইউনিয়নের নয়াহাঠি গ্রামের স্বপন হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি ফয়সল (২২) কে কিশোরগঞ্জ জেলার অষ্ট্রগ্রাম উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার বিকালে এস আই হুমায়ুন কবীরের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। জানাযায়, ২০০৬ সালে আজমিরীগঞ্জ উপজেলার শিবপাসা ইউনিয়নের নোয়াহাঠি গ্রামে দুইদল লোকের মধ্যে সংঘর্ষে হাজ্বী আবু জাফর চৌধুরীর পুত্র ঘঠনাস্থলেই নিহত হয়। নিহত স্বপনের বড়ভাই এডভোকেট সাইদুল আমিন চৌধুরী শিরুল বাদি হয়ে আজমিরীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
উক্ত মামলার ফয়সল মিয়ার অনুপস্থতিতে ২০১১ সালে হবিগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালত আসামি ফয়সল মিয়াসহ ৪জনের মৃত্যুদন্ড ও ১২ জনের যাবৎজিবন করাদন্ড প্রদান করেন। কিন্তুু ফয়সল মিয়া ঘঠনার পর থেকে বিভিন্ন স্থানে পলাতক ছিল। এদিখে শুক্রবার আজমিরীগঞ্জ থানার এস আই হুমায়ুন কবীরের নেতৃত্বে একদল পুলিশ স্থানীয় পুলিশের সহায়তায় কিশোরগঞ্জ জেলার অষ্ট্রগ্রাম উপজেলার খয়েরপুর গ্রামে অভিযান ছালিয়ে তাকে গ্রেফতার করে। ফয়সল শিবপাসা ইউনিয়নের নোয়াহাঠি গ্রামের আঃ মন্নার মিয়ার পুত্র।
উল্লেখ্য, একই মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি ওয়ালি মিয়াকে গত ৪ নভেম্বর সিলেটের গোয়াইন ঘাটের হাজারীপাড়া থেকে গ্রেফতার করে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj