চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নস্থ বাঁশতলা নামক স্থানে আসামপাড়া থেকে চুনারুঘাট মূখি বেপরোয়া সি এন জির ধাক্কায় গুরুতর আহত হয়েছে রাকিব মিয়া (৯) নামের ইমাম আহমদ রেযা শাহ্ শামছুদ্দিন আখঞ্জী (রহঃ) সুন্নিয়া দাখিল মাদ্রাসার ৩য় শ্রেণীর এক ছাত্র। আশপাশে থাকা লোকজন সূত্রে জানা যায়, ১০ই মার্চ সকাল সাড়ে ৯টায় দ্রুত গতিতে নসিমনকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্তন হারিয়ে ফেলে হবিগঞ্জ থ ১১- ৩৬০০ সি এন জি চালিত অটোরিক্সাটি। এ সময় রাস্তার পাশ দিয়ে মাদ্রাসাগামী ছাত্র রাকিব মিয়াকে পিছন থেকে ধাক্কা দিয়ে খাদে ফেলে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে আটকা পড়ে সি এন জি। এতে মাথায় গুরুতর ভাবে আঘাত পায় রাকিব মিয়া। আত্মীয় স্বজনরা আহত রাকিবকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। রাকিবের আহত হওয়ার সংবাদ শুনে মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা তার সুস্থতা কামনা করে খতমে খাজেগান আদায় করেন। তারপর এর প্রতিবাদে কয়েক মিনিট সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা। প্রতিবাদী বক্তারা অবিলম্বে শিশু রাকিবকে আহত করা সি এন জির বিচার, অদক্ষ-বেপরোয়াপনা ড্রাইভার অপসারন সহ নিরাপদ সড়ক ব্যবস্থার জন্য যথাযত কর্তৃপক্ষের প্রতি জোরালো
আবেদন জানান। এর উপযুক্ত বিহীত না হলে তারা মহাসড়কে অবরোধ করবেন বলেও ঘোষনা দেন। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু বলেন, এমন দুর্ঘটনা সত্যিই মর্মান্তিক। বেপরোয়া ড্রাইভারদের উপযুক্ত বিচার হওয়া উচিত। ভবিষ্যতে যেন ছাত্র-ছাত্রী তথা সকলই নিরাপদ সড়কে চলাফেরা করতে পারে এর জন্য সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj