মোযযাম্মিল হক মাছুমী, ফান্দাউক দরবার থেকে॥ প্রতি বছরের ন্যায় এবারো আগামী কাল শুক্রবার জুম্মা নামাজের পর থেকে শরু হচ্ছে শতাব্দীর ঐতিহ্যে ঘেরা ইলমে শারিয়াত ও ত্বারিকাতে আদ্ধতিক মারকায বি.বাড়িয়া জেলাধীন ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের পীরে কামেলে মোকাম্মেল হযরত শাহ সূফী আলহাজ্ব সৈয়দ আব্দুস ছাত্তার নকশেবন্দী মোজাদ্দেদী ফান্দাউকী (রহঃ) ও পীরে কামেলে মোকাম্মেল মোজাদ্দেদে জামানা রাসুলনামা হযরত শাহ সূফী আলহাজ্ব সৈয়দ নাছিরুল হক মাছুম আল ক্বাদরী চিশতী নকশেবন্দী মোজাদ্দেদী ফান্দাউকী (রহঃ) দ্বয়ের ২ দিন ব্যাপী কেন্দ্রীয় বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল। এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
১ম দিন আগামীকাল রোজ শুক্রবার ১১ মার্চ বাদ জুম্মা ফাতেহা শরীফ পাঠ, মাজার জিয়াতর, খতমে কোরআন, খতমে বোখারী, খতমে খাজেগান, পাঠান্তে সভার কাজ শুর হবে। এ উপলক্ষে আগত মুসল্লিদের থাকা, খাওয়া, তবারক, বিশুদ্ধ পানীর সার্বিক ব্যবস্থাসহ বিশাল প্যান্ডেল, ষ্টেইজ, অজু, গোসল, টয়লেট, গাড়ী পার্কিংসহ আনুষাঙ্গিক সকল কাজ সম্পন্ন করা হয়েছে। গতবারের তুলনায় এবার প্যান্ডেল বিশাল আকারে সম্প্রসারণ করা হয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়ীয়া, সরাইল, নাসিরনগর ও হবিগঞ্জের মাধবপুর, লাখাই, বাহুবল, চুনারুঘাট , রতনপুর, যানজটমুক্ত রাখতে প্রশাসনের সহযোগীতা ও শত শত স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। অসুস্থ রোগীদের জন্য চিকিৎসার সেবা প্রদান প্রশাসনের উদ্যোগে নিরাপত্তা ব্যবস্থা জোড়দার এবং মাহফিলের সমস্ত এরিয়া ক্লোজ সার্কিট ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা সহ ব্যাপক প্রস্থতি ইনশাআল্লাহ সম্পন্ন করা হয়েছে। এছাড়াও বি.বাড়ীয়ার সরাইল বিশ্বরোড, কালীকচ্ছ, নাসিরনগর, লাখাই, বিজয়নগর, গুনিয়াউক, হরিণভেড়, হবিগঞ্জের মাধবপুর, রতনপুর, নয়াপাড়া, জগদীশপুর, শাহজিবাজার, অলিপুর, ছাতিয়াইন, শায়েস্তাগঞ্জ, বৃহত্তর সিলেটের বিভিন্ন রাস্তায় শতাধিক বিশাল তোড়ণ নির্মান করা হয়েছে। ১৩ মার্চ রবিবার বাদ ফজর পীর সাহেব তা'লিম তাওয়াজ্জুহ ফাতেহা শরীফ, মোরাকাবা, মোশাহেদা, মিলাদ ক্বিয়াম সহ দেশ, জাতীর কল্যান, ঐক্য ও মুসলিম উম্মাহর শান্তি ও রহমত কামনা করে পীর সাহেব কিবলা আখেরী মোনাজাতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম সমাপ্তি ঘোষনা করবেন। উক্ত দ্বীনি মাহফিলে দেশ বরণ্যে হক্কনী পীর মাশায়েখ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বর্জুগানেধীন গুরত্বপূর্ণ ওয়াজ নছিয়ত করবেন।
মাহফিলে প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা সহ ২ দিনে প্রায় ৫ লক্ষাধীক মুরিদান ও ভক্তবৃন্দের সমাগম হবার সম্ভাবনা রয়েছে।
এবছর ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের মাহফিল ঘিরে ব্রাহ্মণবাড়ীয়া ও হবিগঞ্জ জেলার উত্তর-পশ্চিম-পূর্ব-দক্ষিনের জনপদ পরিনত হবে ধর্মীয় মিলনমেলায়। মাহফিলের ১ম ও ২য় দিন, রোজ শুক্র ও শনিবার বাদ মাগরিব দরবার শরীফের বর্তমান গদিনিশিন পীর আলহাজ্ব মাওলানা মুফতি শাহ সূফী সৈয়দ ছালেহ আহমাদ মামুন সাহেব প্রতিদিন আগত মুসল্লি মুরিদান ও ভক্তবৃন্দের উদেশ্যে গুরুত্বপূর্ন তালিম ও তারবিয়াত প্রদান করবেন এবং উদ্ভোধনী বয়ানে তরিকার বিভিন্ন গুরত্বপূর্ন দিক নির্দেশনা তুলে ধরবেন। দু'দিন ব্যাপী বার্ষিক ইছালে ছওয়াব মাহফিলের সার্বিক ব্যবস্থাপনা সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য মহান আল্লাহর অফুরন্ত সাহায্য চেয়েছেন দরবারের পীরজাদা আলহাজ্ব মাওলানা মুফতি সৈয়দ মঈনুদ্দীন আহমাদ আল-হোসাইনী।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj