নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে অসুস্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরুজা পারভীনকে কক্ষ দিতে বিলম্ব হওয়ায় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসককে লাঞ্ছিত ও ব্রাদারকে মারধর করার ঘটনায় সকল সেবা কার্যক্রম বন্ধ করে দেন চিকিৎসক ও কর্মচারীরা। সোমবার রাত ৮টায় এ ঘটনা ঘটে। এর ঘটনার পরপরই সকল চিকিৎসক ও কর্মচারীরা জরুরি বৈঠকে বসেন। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত কর্মবিরতি ঘোষণা করেন। রাত সাড়ে ১০টায় চিকিৎসক ও কর্মচারীদের সভায় যোগ দেন সহকারী পুলিশ সুপার মাকসুদুর মনির এবং সদও মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাজিম উদ্দিন। রাত সাড়ে ১১টায় দোষীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত কর্মবিরতি স্থগিত করেন চিকিৎসক ও হাসপাতালের কর্মচারীরা।
সোমবার রাত সাড়ে ৮টায় হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরুজা পারভীন। হাসপাতালে পরিচ্ছন্ন কোন কক্ষ না থাকায় তাকে পোস্ট অপারেটিভ কক্ষে রাখার ব্যবস্থা করা হয়। কক্ষ গুছিয়ে দিতে বিলম্ব হওয়ায় জেলা জজ আদালতের নাজির রেজাউল করিম খোকন কর্তব্যরত চিকিৎসক ডাঃ মঈনকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। মাফরুজা পারভীনকে নির্ধারিত কক্ষে নেয়ার পর তার দেহরক্ষী পুলিশ কনস্টেবল নূরে আলম রনি কক্ষ দিতে বিলম্ব হওয়ায় উত্তেজিত হয়ে জরুরি বিভাগের কর্মরত ব্রাদার হাবিবুর রহমানকে জোরপূর্বক মারধর করে সদর মডেল থানায় নিয়ে যায়। এ খবর পেয়ে হাসপাতালের সকল চিকিৎসক ও কর্মচারীরা সেবা প্রদান বন্ধ করে দেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj