হামিদুর রহমান,মাধবপুর থেকে : এবারই প্রথম ইউনিয়ন পর্যায়ে দলীয় ভিত্তিত্বে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন যথারীতি তফশীল ঘোষনাও করেছেন। ঘোষিত তফশীল অনুযায়ী আগামী ২৮ মে মাধবপুর উপজেলার ১১ টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।তাই সম্ভ্রাব্য প্রার্থীরা গণসংযোগ করে যাচ্ছেন। তবে ভোটারদের একই প্রশ্ন। কে হচ্ছেন আওয়ামীলীগের নৌকার মাঝি ও ধানের শীষের কান্ডারি। মনোনয়ের বেলায় সম্ভ্রাব্য প্রার্থীদের অতীত কর্মকান্ডের নানা সমীকরণ ও চুলছেড়া বিশ্লেষন চলছে। কে দলে কতটুকু সক্রিয়, বিগত নির্বাচনে কেমন ভোট পেয়েছেন , ভোটারদের কাছে জনপ্রিয় কি না, আর্থিক স্বচ্ছলতা রয়েছে কি না দলের পরীক্ষিত কর্মী কি না, দূর্নীতির অভিযোগ রয়েছে কি না সর্বোপরি দলীয় মনোনয়ন পেলে জয়লাভের সম্ভাবনা কতটুকু এসব বিষয়ে মাথা রেখে গোপনে সরকারী ও বেসরকারী জরিপ চলছে। আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেতে অনেকেই অন্য দল থেকে যোগ দিয়েছেন। তবে তাদের জন্য কোনো সুখবর নেই। নির্বাচনকে সামনে রেখে দলে যোগদান করলেই দলীয় মনোনয়ন মিলছে না। দলের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত হচ্ছে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী রাজাকার পরিবারের সদস্য ও দলে নবাগত হলে মনোনয়ন দেয়া হবে না। তবে সিলেট বিভাগের প্রবেশ দ্বার শিল্প এলাকা হিসেবে পরিচিত মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়নে কে হচ্ছেন ক্ষমতাশীন দলের নৌকার মাঝি ও ধানের শীষের কান্ডারী। এ নিয়ে সর্বত্র চলছে নানা হিসেব নিকাশ। মাঠ পর্যায়ে বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবরের তথ্য মতে জানা যায়, ১নং ধর্মঘর ইউনিয়নে বিএনপির প্রার্থী হচ্ছেন নবনির্বাচিত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান শামসুল ইসলাম কামাল। তিনি এবারও ধানের শীষ প্রতীক নিয়ে ভোট যুদ্ধে অংশগ্রহণ করবেন এটা প্রায় নিশ্চিত। এই শক্তিশালী প্রার্থীর বিপরীতে আওয়ামীলীগের প্রার্থী হতে যাচ্ছেন বিগত নির্বাচনে নিকটতম প্রতিদ্ধন্ধি উপজেলা আওয়ামীলীগের সদস্য মুক্তিযোদ্ধা সন্তান ফারুক আহম্মেদ পারুল। দলীয় নেতাকর্মীরা আন্তরিকভাবে কাজ করলে জয় ছিনিয়ে নেওয়া কঠিন কাজ নয়। এছাড়াও আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসাবে প্রচার প্রচারণা চালিয়ে আসছেন ইউনিয়ন যুব লীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম রাজা,আওয়ামীলীগ নেতা ফজলুর রহমান মাষ্টার,মিজবাউল বর পলাশ।২নং চৌমুহনী ইউনিয়নে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বর্তমান চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ দলীয় মনোয়নে ধানের শীষ প্রতীক নিয়ে ভোট যুদ্ধে লড়াই করবেন তা অনেকটা সু নিশ্চিত। এ ছাড়াও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহব্বায়ক ফরিদুর রহমান ফরিদ ও সাবেক ছাত্র নেতা তরুণ আইনজীবি আনিছুল আবদাল শাহ লিটন দলীয় মনোয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে প্রচার প্রচারণা চালিয়ে আসছে।এ দিকে আওয়ামীলীগের প্রার্থীর তালিকায় এগিয়ে রয়েছেন বিগত নির্বাচনে নিকটতম প্রতিদ্ধন্ধি উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক মোঃ আপন মিয়া।
এছাড়াও আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা সম্পাদক সাবেক চেয়ারম্যান আতাউর রহমান চৌধুরী সেলিম,ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আজহার উদ্দিন ভূইয়া,ইউনিয়ন আওয়ামীলীগের বর্তমান সভাপতি আঃ খালেক ,সহ সভাপতি আঃ রউফ মেম্বার,সাধারণ সম্পাদক শেখ তোফাজ্জল হোসেন ছুরুক,তাছাদ্দুক আহম্মদ মাষ্টার। এদিকে নির্দলীয় প্রার্থী প্রচারণা চালিয়ে যাচ্ছেন শাহ সৈয়দ আমান উল্লাহ চুন্নু ও আনোয়ার হোসেন বেলাল। ৩নং বহরা ইউনিয়ন আওয়ামীলীগের প্রার্থী রয়েছেন ২ জন। তারা হলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান আলাউদ্দিন ও বহরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান। দু প্রার্থীই মনোনয়ন পেতে জোর লবিং করছেন। তবে তৃণমূল আওয়ামীগের নেতা কর্মীদের ধারণা শেষ পর্যন্ত আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পাবে বর্তমান চেয়ারম্যান আলাউদ্দিন। এ ইউনিয়নে ভোট যুদ্ধে বিএনপির মনোনয়ন নিয়ে অংশগ্রহণ করার সম্ভাবনা রয়েছে উপজেলা তাঁতী দলের আহব্বায়ক আবু হোসাইন রাসেল শাহীন। এছাড়াও বিএনপি দলীয় মনোয়নের জন্য প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন উপজেলা বিএনপি নেতা ও উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আমজাদ আলী শাহীন,ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ লাল মিয়া,উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহব্বায়ক ও কারা নির্যাতিত ছাত্রনেতা মীর্জা এস এম ইকরাম,সাবেক ছাত্র নেতা বীর মুক্তিযোদ্ধা সন্তান আবু শাহীন আলম রিপন ও সাবেক ছাত্রনেতা শাহীন ভূইয়া। ৪নং আদাঐর ইউনিয়নের আওয়ামীলীগের প্রার্থীর তালিকায় রয়েছেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান, ইউনিয়ন আওয়ালীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম ও তরুণ আওয়ামীলীগ নেতা সৈয়দ রকিবুল ইসলাম তানজীল। বিএনপি দলীয় ধানের শীষ প্রতীকের মনোয়ন প্রত্যাশী হিসাবে প্রচার প্রচারণা চালিয়ে আসছেন উপজেলা বিএনপির নেতা বর্তমান চেয়ারম্যান মীর খুর্শেদ আলম ও যুবদল নেতা মাসুদুর রহমান মাসুক। তবে বিএনপি দলীয় তৃণমূল নেতাকর্মীদের ধারণা বর্তমান চেয়ারশ্যান মীর খুর্শেদ আলমই দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন। ৫নং আন্দিউড়া ইউনিয়নে আওয়ামীলীগের মনোয়নে নৌকার মাঝি হওয়ার লক্ষ্যে হেভিওয়েট প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আতিকুর রহমান প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এছাড়াও এ ইউনিয়নে আরো ৩ জন আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। তারা হলেন উপজেলা আওয়ামীলীগ সদস্য আব্দুল কুদ্দুস চকদার মাখন,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তোফায়েল হোসেন চৌধুরী অপু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান। বিএনপি প্রার্থী হিসেবে যাদের নাম শুনা যাচ্ছে তারা হলেন উপজেলা বিএনপির সহ সভাপতি হাজী অলিউল্লাহ ও উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী ফজলে ইমাম সুমন, আব্দুল কাইয়ুম মেম্বার। ৬নং শাহজাহানপুর উনিয়নের আওয়ামীলীগের প্রার্থী হচ্ছেন উপজেলা আওয়ামীলীগ সদস্য ত্যাগী শ্রমিক নেতা বাবুল হোসেন খান, বিগত নির্বাচনে তিনি নিকটতম প্রতিদ্ধন্ধি ছিলেন। আরও যারা আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী তারা হলেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,বিশিষ্ট শিল্পপতি তৌফিকুল আলম চৌধুরী। বিএনপির মনোনয়ন প্রত্যাশী হচ্ছেন উপজেলা বিএনপির নেতা ও বর্তমান চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, বিএনপি নেতা ফরাশ উদ্দিন বাবু। ৭নং জগদীশপুর ইউনিয়নের আওয়ামীলীগের শক্তিশালী প্রার্থী হচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলাম। আরও যাদের নাম শুনা যাচ্ছে তারা হলেন উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক হাজী জাহেদ খান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নাছির খান। বিএনপির প্রার্থী হচ্ছেন বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান বাচ্চু, শফিকুর রহমান ফারুক ও উপজেলা বিএনপি নেতা আরজু মিয়া মেম্বার। ৮নং বুল্লা ইউনিয়নে আওয়ামীলীগের শক্তিশালী প্রার্থী নেই। তবে সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলীর চাচাত্ব ভাই সাবেক যুবলীগ সভাপতি মিজানুর রহমানকে দলীয় মনোনয়ন দিলে বিএনপি প্রার্থী সাবেক ছাত্র নেতা ও বর্তমান চেয়ারম্যান শামসুল ইমলাম মামুনের কাছ থেকে জয় ছিনিয়ে নেওয়া সম্ভব বলে আওয়ামীলীগের দলীয় নেতা কর্মীরা ধারণা করছে। এছাড়াও বুল্লা ইউনিয়ন আওয়ামীলীগের মনোয়ন প্রত্যাশী হিসাবে প্রচারণা চালিয়ে আসছে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাধব রায়,উপজেলা আওয়ামীলীগ নেতা শামীমুল হক।বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী হেভিওয়েট প্রার্থী হিসাবে তাজ উদ্দিন আহম্মেদ মাষ্টার(টেনু) প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ৯নং নোয়াপাড়া ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী রয়েছেন ৩ জন। তারা হলেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মহিউজ্জামান হারুন, সাংগঠনিক সম্পাদক মোজাহিদ বিন ইসলাম ও শাহ মোঃ আব্দুল আউয়াল লিটন। তবে মাঠ পর্যায়ে বেশি জনপ্রিয় মোজাহিদ বিন ইসলাম। তাকে মনোয়ন দিলে বিএনপি প্রার্থী সৈয়দ মোঃ আলমগীরের সঙ্গে লড়াই হবে সমানে সমানে। ১০নং ছাতিয়াইন ইউনিয়নে আওয়ামীলীগের মনোনয়ন তালিকায় এগিয়ে রয়েছেন উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক শহীদ উদ্দিন। তবে দলে নিস্ক্রিয় বর্তমান চেয়ারম্যান খায়রুল হোসাইন মনু তিনিও আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী। এদিকে বিএনপি দলীয় মনোয়ন নিয়ে নির্বাচন করার সম্ভাবনা প্রায় চূড়ান্ত জেলা বিএনপির সদস্য ও সাবেক চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদের। ১১নং বাঘাসুরা থেকে আওয়ামীলীগের প্রার্থী তালিকায় এগিয়ে রয়েছেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এখলাছুর রহমান। এদিকে বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদার বেনু মিয়া তিনিও মনোনয়ন প্রত্যাশী। সদ্য আওয়ামীলীগে যোগদানকারী বর্তমান চেয়ারম্যান শাহাব উদ্দিন নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী হলেন উপজেলা বিএনপি নেতা আব্দুস শহীদ মেম্বার ও উজ্জ্বল মিয়া।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj